শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩০ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগই নির্বাচন বয়কট করবে : এম নাসের রহমান

উল্লাস মূর্তজা : প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এম নাসের রহমান বলেছেন, নির্বাচন বয়কট কে করবে? মানুষের যে গণজোয়ার ধানের শীষের জন্য হয়েছে এটার জন্য আওয়ামী লীগই এই নির্বাচন বয়কট করবে কি না সেই ভয়ে আছি। পুলিশ দিয়ে গ্রেফতার ও হয়রানি করে বিএনপিকে এবার ঠেকানো যাবে না। কারণ জনগণ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের সাথে ঐক্যবদ্ধ। যত বাধা বিপত্তিই আসুক না কেন নির্বাচনের শেষ পর্যন্ত জনগণকে নিয়েই আমরা মাঠে থাকাবো।

তিনি বলেন, নির্বাচনে আমার দলের নিবেদিত নেতাকর্মীদের নামে মিথ্যা ঘটনা সাজিয়ে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি সম্পাদকসহ কয়েক শত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট গায়েবি মামলা রজু করে আমার নির্বাচনী কার্যক্রমকে ব্যহত করছে।

এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার মডেল থানায় সাত-আটটিসহ জেলার অন্যান্য থানায় বেশ কয়েকটি গায়েবি মামলা করে গোপন রাখা হয়েছে। এ ধরনের গায়েবি মামলা সরকারের চরম দুর্বলতা প্রকাশ পেয়েছে। সরকার যে জনবিচ্ছিন্ন রয়েছে, এই গায়েবি মামলাগুলি তার উদাহরণ। এখন আমাদের কোনো নেতাকর্মী বাসা-বাড়িতে থাকতে পারছে না। প্রধান নির্বাচন কমিশনার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগ দিলেও এ পর্যন্ত বিএনপি ও জোটের নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি বন্ধ হয়নি। ২০ ডিসেম্বরের পরে নাকি বড় বড় নেতাদেরও ঘরছাড়া থাকা লাগবে। তাদের নাকি সমস্যা হতে পারে। এই ধরনের আতঙ্কাবস্থায় নির্বাচন পৃথিবীর কোনো দেশে আর হয়েছে কিনা জানা নেই।

তিনি বলেন, ভোটের দিন যাতে সাধারণ ভোটারগণ কেন্দ্রে ব্যাপক উপস্থিতি না থাকে সেজন্য সরকার দলীয় আওয়ামী লীগের নেতকর্মীরা গ্রামে গ্রামে ভোটারদের কাছে গিয়ে নানান ভয়ভীতি প্রদর্শন করছে। কারণ তারা এখন বুঝতে পারছে তাদের পায়ের নিচে মাটি নেই। সাধারণ মানুষ এখন ধানের শীষে সিল মারার জন্য অধীর আগ্রহে আছে।
সূত্র : এন টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়