শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৮, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রয়োগ না থাকলে সেই আইনে লাভ কি?

ব্যারিস্টার আল আমিন রহমান : বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা একটি বিপদজনক প্রবণতা। বর্তমানে এটিই দেশটির প্রধান সামাজিক সমস্যা। নারীর ওপর অমানবিক হামলা ও সহিংস কর্মকা-ের হার দেশজুড়ে দিন দিন বিপদজনকভাবে বাড়ছে।

নারী ও মেয়েশিশুর বিরুদ্ধে যত ধরনের সহিংসতা রয়েছে তার মধ্যে আমাদের দেশে সবচে’ বেশি যেটা ঘটছে তা হলো- ইভ টিজিং। এর ফলে অনেক মেয়েই আত্মহত্যা করে। আবার যারা ইভ টিজিং এর শিকার হয় তাদের আত্মীয়-স্বজন বা তাদেরকে যারা রক্ষা করার চেষ্টা করে, তাদেরকে খুন করা হয়। রাস্তায়, বাড়িতে, যানবাহনে, সিনেমা হলে, রেল-বাস বা লঞ্চ স্টেশনে, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, কর্মস্থল ছাড়াও জনসম্মুখেই ইভ টিজিং এর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে স্বনামধন্য বেসরকারি সংস্থা- বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী হাইকোর্টের কাছে কিছু নির্দেশনা চেয়েছিলেন। এর প্রেক্ষিতে আদালত চারটি অন্তবর্তী নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হচ্ছে:

১. নারী ও মেয়ে শিশুদের যারা শারীরিক, মানসিক, আবেগীয় বা যৌন হয়রানি করছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে যেসব উত্যক্তকারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে সাথে সাথেই আটকের নির্দেশ দেয়া হয়েছে।

২. উত্যক্ত করা বা ইভটিজিংকেও অন্যান্য অপরাধের মতো মনে করতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে আলাদা ও তাৎক্ষণিক পদক্ষেপ নিতে দেশের সর্বত্র সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

৩. ইভ টিজিং এর শিকার হওয়া পরিবারের সদস্যদের সুরক্ষা দিতে ও উত্যক্তকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে প্রত্যেক জেলার পুলিশ সুপার ও পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে বলা হয়েছে সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে। সেই সাথে সুশীল সমাজকেও ইভ টিজিং এর বিরুদ্ধে এগিয়ে আসতে বলা হয়েছে।

৪. ইভ টিজিং-এর ভয়াবহতা ও উত্যক্তকারীদের পরিণতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে গণমাধ্যম বিশেষ করে, ইলেকট্রনিক মিডিয়া যেমন: রেডিও-টেলিভিশনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সাধারণ জনতাকে ইভ টিজিং এর বিরুদ্ধে সচেতন করে তুলতে এনজিও ও সুশীল সমাজকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে নারীদের নিজেদের রক্ষার কৌশল শেখাতে বলা হয়েছে।

এছাড়াও ইভ টিজিংকে নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে যৌন অপরাধ হিসেবে গণ্য করতে সরকারকে অনুরোধ জানিয়েছে হাইকোর্ট। ইভ টিজিং এর মামলা পরিচালনার জন্য দেশের সব পুলিশ স্টেশনে আলাদা সেল গঠনের আহ্বান জানানো হয়েছে। এই নির্দেশাবলীই আইন হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছে আদালত। এছাড়া যতদিন না নতুন আইন প্রনয়ণ বা প্রাসঙ্গিক আইনের সংশোধন না হচ্ছে, ততদিন মোবাইল কোর্টগুলিকে এ সংক্রান্ত মামলা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

এসব নির্দেশাবলী ছাড়াও নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে আইন প্রণয়ন করা হয়েছে। তারপরও দেশব্যাপী ইভ টিজিং বা নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়েছে কি? এখনও স্কুল-কলেজসহ সবখানেই নিয়মিতভাবেই হামলার শিকার হচ্ছে মেয়ে শিশু ও নারীরা। এর অর্থ হতে পারে, এই নির্দেশাবলীর কোনটাই সঠিকভাবে বিবেচনা করা হয়নি বা আইনের প্রয়োগ হয়নি। প্রশ্ন হলো- এই অপরাধ বন্ধ করতে আদালতের এই নির্দেশাবলী কেন প্রয়োগ করা হচ্ছে না? আর যদি এই নির্দেশাবলীর প্রয়োগ না হয়, তাহলে এগুলো জারি করেই বা কি লাভ ?

লেখক : আইনজীবী, সুপ্রিমকোর্ট । (মূল ইংরেজি লেখা থেকে অনূদিত ও ইষৎ সংক্ষেপিত)

সম্পাদনা : নুসরাত শরমীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়