শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অংশগ্রহণমূলক রাজনীতির অভাবে রক্ষণশীল ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে : আলী রিয়াজ

অপু খান : যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. আলী রীয়াজ বলেছেন, শুধু ভোটই নয়, দেশের রাজনৈতিক দলগুলোকে সাংগঠনিকভাবেও সাহায্য করতে পারে ইসলামি দল। তারা লোক জোগাড় করে দিতে পারে, একইসাথে, সমাজে ইসলামি ভাবধারায় বিশ্বাসীদের কাছে গ্রহণযোগ্যতা এনে দিতে পারে। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সমাজে ইসলামীকরণ একটি বাস্তবতা, যদিও সেটা নেতিবাচক কি ইতিবাচক তা ভিন্ন বিষয়। চিন্তা-ভাবনার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে সেটা এখন ব্যাপক। বিশেষ করে গত এক দশকে এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে। সমাজে যখন এসব চিন্তাা-ভাবনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন রাজনৈতিক দলগুলো সেগুলো ব্যবহার করার চেষ্টা করে। সেটাই এখন হচ্ছে। বড় দলগুলো ভাবছে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাভাবনায় সায় দেওয়াই তাদের জন্য নিরাপদ, সুবিধাজনক। সে কারণেই তারা এ ধরনের জোট চাইছে। ইসলাম-পন্থার কথা বলে, ইসলামী মূল্যবোধের কথা বলে, মুসলিম পরিচিতির কথা বলে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আশা করছে।

আলী রীয়াজ জানান, বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও বাংলাদেশের সমাজে গজানো নতুন একটি মধ্যবিত্ত শ্রেনি ধর্মীয় রক্ষণশীলতা বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে। নতুন এই মধ্যবিত্ত শ্রেনির মধ্যে ধর্মীয় আচরণকে লোকচক্ষে দেখানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা করতে গিয়ে সমাজ এবং রাজনীতিকে তারা প্রভাবিত করছে। এটা বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের একটা ফল।

মনে করেন, সবচেয়ে বড় আশঙ্কার দিক হচ্ছে অংশগ্রহণমূলক রাজনীতির অভাবে এমন সব ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে যারা তুলনামুলকভাবে অধিকতর রক্ষণশীল। তারা এমন সব ধারণা উপস্থিত করেছেন, যা সমাজ প্রগতির জন্য বিপজ্জনক। তবে হেফাজত তাদের একটি প্রতিনিধি, হয়তো সবচেয়ে বড় প্রতিনিধি, কিন্তু একমাত্র নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়