শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটের কারণে সব দলই শক্ত অবস্থানে : সৈয়দ ইশতিয়াক রেজা

খায়রুল আলম : সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ভোটযুদ্ধে কেউ এগোনো-পেছানোর বিষয় নয়। নির্বাচনের লড়াই শুরু হয়েছে, মাঠে-ময়দানে প্রচারণা শুরু হয়েছে, আমরা তা দেখতে পারছি।

এ প্রতিবেদকের সাথে আলাপের সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, সেখানে দুটি প্রতীকের লড়াই বেশি হয়। একটি হলো নৌকা অন্যটি ধানের শীষ। এবার ঐক্যফ্রন্ট যোগ হওয়াতে ধানের শীষের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। অন্য দিকে মহাজোটের কারণেও ভোটের মাঠে নৌকার বড় একটি জায়গায় তৈরি হয়েছে। তবে শঙ্কার জায়গাটি এখনো আছে। প্রচারণা শুরু হতেই নোয়াখালী ও ফরিদপুরে দুজন আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নির্বাচনের জন্য এটি খুবই নেতিবাচক দিক। এমন অপ্রত্যাশিত ঘটনাগুলো না হলেই আমাদের ভালো লাগবে। একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক এটি জনগণ চায়। আমরা সবাই সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলি। নির্বাচন কমিশনের দায়িত্বের কথা বলি। কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দলগুলো নিজেদের আচরণ ঠিক না করলে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে এটি ইতিবাচক। আমরা চাই নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই আমেজটি থাকুক। সব দল নিজেদের প্রচারণা চালাক। কেউ যেনো কোনো ধরনের বাধার সম্মুখীন না হয়। তাহলে আমরা একটি অংশগ্রহণমূলক ভালো নির্বাচন পাবো। নির্বাচন সুষ্ঠু হলে নির্বাচন-পরবর্তী সময়গুলোতে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি নির্বাচন কোনো ভাবে প্রশ্নবিদ্ধ হয় তাহলে নির্বাচন-পরবর্তী পাঁচ বছর আমাদের বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হবে। তাই একটি ভালো নির্বাচন দেশের শান্তি বজায় রাখার জন্য খুবই জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়