আব্দুর রাজ্জাক : ‘সুষ্ঠু নির্বাচনের কোনো আলামতই দেখছি না। মানুষ নির্বাচন করে একটা দলের প্রার্থীর বিরুদ্ধে, আর আমরা নির্বাচন করছি পুলিশের বিরুদ্ধে। এমনটা হলে নির্বাচন কতোটুকু সুষ্ঠু হতে পারে?’ বুধবার সকালে রাজাপুর উপজেলা সদরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঝালকাঠি-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। ডেইলি বাংলাদেশ
তিনি বলেন, ‘বাংলাদেশের সব জায়গায়ই আপনারা লক্ষ্য করেছেন, সবাই বলাবলি করছে, পুলিশ মিছিল থেকে ধরে নিয়ে যাচ্ছে, ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছে। মানুষ রাতে ঘরে ঘুমাতে পারে না। হাটেবাজারে গেলে হয়রানি করা হয়। খামাখা বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি কওে, এটা কি পুলিশের কাজ?’
বিএনপির কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, ‘রাজাপুর ও কাঁঠালিয়া থানার প্রধান নির্বাচনী এজেন্ট নাসিম আকনসহ আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রত্যেক রাতেই হানা দেয়। তাই নির্বাচনের মাঠ ছেড়ে বাধ্য হয়ে নেতাকর্মীদের লুকিয়ে থাকতে বলেছি।’
তবে সিনিয়র এএসপি (রাজাপুর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা বলেন, মামলা ছাড়া কাউকে গ্রেফতার বা হয়রানি করা হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।