শিরোনাম
◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ যুক্তরাষ্ট্র ও ইউরোপে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন ঠেকাতে দমনপীড়ন, নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী  ◈ প্রতিবেশী দেশের দালালি করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না: গয়েশ্বর ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ নির্বাচন কমিশন মিথ্যা বলছে: রিজভী ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ অ্যাস্ট্রাজেনেকার টিকা শেষ, এখন চলবে ফাইজার: স্বাস্থ্যমন্ত্রী ◈ অবসরের পর দুবোন মিলে টুঙ্গিপাড়ায় থাকবো: প্রধানমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জ-৩ আসনে নৌকার প্রচারণায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানিকগঞ্জে চলছে নির্বাচনী আমেজ।নির্বাচনী এলাকার সাধারণ ভোটাদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নামেন মানিকগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন (এমপি)। তিনি চতুর্থবারের মতো এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছেন।

দলীয় প্রতীক পেয়েই মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ পৌর এলাকার ৯ ও ৫ নং ওয়ার্ডে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন জাহিদ মালেক। পরের দিন সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের শিমুলিয়া বাজার, রৌহা, কুনাইল ও নওগা এলাকায় নির্বাচনী প্রচারণা করেন। প্রচারণাকালে প্রতিমন্ত্রী সাধারণ ভোটারদেরকে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে আহবান জানান। তিনি বলেন, এই দেশে নৌকা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। কিছু সংখ্যক কাজ চলমান রয়েছে। এই চলমান কাজগুলো সম্পূর্ণ করতে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তাহলেই উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নির্বাচনী প্রচারণাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক পিপি অ্যাড. আব্দুস সালাম, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলসক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়