শিরোনাম
◈ আন্তর্জতিক প্রী‌তি ম‌্যা‌চে বাংলাদেশকে ৩-০ গোলে হারলো থাইল্যান্ড ◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিসের আলোকে খাওয়ার আদব

আল-আমিন : খাবার মানুষের নিত্য প্রয়োজনীয় চাহিদা। রাসুল সা. প্রতিটি কাজ উম্মতকে শিখিয়েছেন। খাবারে ভদ্রতা ও শিষ্টাচারও শিখিয়েছেন। খাবারের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘হে বৎস! ‘বিসমিল্লাহ’ বলে ডান হাত দিয়ে খাও! আর খাবার পাত্রের যে অংশ তোমার সাথে সম্পৃক্ত সে অংশ থেকে খাও।’ (সহীহ, বুখারী : ৪৯৫৮)

‘শয়তান ঐ খাবারকে নিজের জন্য হালাল মনে করে যার শুরুতে ‘বিসমিল্লাহ বলা হয়নি’ (সহীহ মুসলিম : ৩৭৬১) ‘যদি তোমার খাবারের লোকমা পড়ে যায় তবে তা থেকে ময়লা দূর করে তা খেয়ে ফেলবে; শয়তানের জন্য রেখে দিবে না’ (সহীহ মুসলিম : ৩৭৯৪)

‘রাসুল (সা) তিন আঙ্গুল দিয়ে খেতেন এবং খাওয়া শেষে আঙ্গুল চেটে খেতেন’ (সহীহ মুসলিম : ৩৭৯০) ‘যখন তুমি খাবার খাবে আঙ্গুল চেটে খাও; কেননা তুমি জাননা কোন আঙ্গুলে বরকত আছে’: (সহীহ মুসলিম : ৩৭৯৩) ‘রাসুল (সা) পান করার মাঝে তিনবার শ্বাস নিতেন’ (সহীহ বুখারী : ৫২০০)

‘রাসুল (সা) কখনোই কোন খাবারের দোষ বের করে তা নিয়ে কথা বলতেন না। পছন্দ হলে খেতেন, পছন্দ না হলে রেখে দিতেন।’ (বুখারী : ৪৯৮) ‘যে ব্যক্তি খাওয়ার পর ‘আল্লাহ প্রশংসা করে; অনুরূপ পান করার পর আল্লাহ প্রশংসা করে আল্লাহ তাঁর উপর সন্তুষ্ট হন’(সহীহ মুসলিম : ২৭৩৪) ‘রাসুল (সা) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন এবং দাঁড়িয়ে খাওয়া আরো বেশি খারাপ ও দুষণীয়’ (মুসলিম : ৭৭২)

  • সর্বশেষ
  • জনপ্রিয়