শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নির্বাচন পরিচালনায় ১৮ উপ-কমিটি

শাহানুজ্জামান টিটু : নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রীয় ভাবে ১৮টি উপ-কমিটি গঠন করেছে বিএনপি। উপ-কমিটিগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দুই একদিনের মধ্যে দেওয়া হবে। প্রতিটি বিভাগ, জেলা- উপজেলায় নির্বাচন পরিচালনা ও কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠন করে তা কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি গঠনের নির্দেশও দেয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে যে উপ-কমিটিগুলো করা হচ্ছে তারমধ্যে অন্যতম প্রচার, আন্তর্জাতিক, মিডিয়া, অর্থসহ আরো ১৫টি কমিটি।

সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। তার সঙ্গে থাকবেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল আউয়াল মিন্টু, সাবেক সচিব মোফাজ্জেল করিম, আবদুল হালিম, মেজর (অব.) কামরুল ইসলাম, শামসুজ্জামান দুদু, ডা. জাহিদ হোসেন।

এছাড়া মিডিয়া উপ-কমিটির প্রধান করা হয়েছে শওকত মাহমুদকে। তার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ, আবদুল হাই সিকদার, ইলিয়াস খান, কাদের গণি চৌধুরী। আন্তর্জাতিক উপকমিটির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, উপ-কমিটিগুলো গঠনের কাজ শেষের পথে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়