শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনার ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

কাজী বাবলা, পাবনা : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫টি আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেয়া হয়েছে ৫ জনকে। এদের মধ্যে একজন নতুন মুখ রয়েছেন। পাবনার ৫টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মোট ৬৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। যাচাই বাছাই শেষে বর্তমান ৪ এমপিসহ ৫জনকে দলীয় মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। বাদ পড়েছেন এক এমপি।

রোববার দুপুরে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড: শামসুল হক টুকু এমপি, পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি, পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘড়িয়া) আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি এবং পাবনা-৫ (সদর) আসনে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

দলীয় সিদ্ধান্ত মোতাবেক রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার দলীয় প্রার্থীদের দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় মনোনয়নের চিঠি বিতরণ করেন।

পাবনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি এতথ্য নিশ্চিত করে বলেছেন, শিগগির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়