শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০১:৪৯ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলন ক্যাম্প শুরু

নিজস্ব প্রতিবেদক : ১২ নভেম্বর থেকে ২০ নভেম্বর ফিফা উইন্ডো। এই সময়ে ফুটবল খেলুড়ে দেশগুলো অন্য দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশেরও কথা ছিল প্রীতি ম্যাচ খেলার। কিন্তু প্রতিপক্ষ না পাওয়ায় সেটি সম্ভব হয়নি। তাই এই সময়ে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাছাই করা ২৪ জন ফুটবলারকে নিয়ে আজ সোমবার থেকে শুরু হয়েছে সেই ক্যাম্প।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কোচ জিমি ডে’র তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

২০২০ সালের এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী বছরের ২২ থেকে ২৬ মার্চ। বাহরাইনে অনুষ্ঠিতব্য এই বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ দল। বাছাইপর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিলিস্তিন, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাহরাইনকে।

ক্যাম্পে ডাক পাওয়া ২৪ ফুটবলার :
গোলরক্ষক : মোহাম্মদ নাইম, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রিতম, আনিসুর রহমান জিকু।

ডিফেন্ডার : টুটুল হোসেন বাদশা, মনির হোসেন, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান, রবিউল হাসান, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার : বিপলু আহমেদ, মো. আল আমিন, আরিফুর রহমান, মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী, জসিম উদ্দিন সুজন, মাসুক মিয়া জনি, সোহানুর রহমান।

ফরোয়ার্ড : জাফর ইকবাল, মো.স্বাধীন, মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল ও মো. ইব্রাহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়