শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেক্সিট উপলক্ষে খাবার সংগ্রহ করছে ব্রিটিশরা

মাহাদী আহমেদ : ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেনের বেড়িয়ে যাওয়া, অর্থাৎ ‘ব্রেক্সিট’ এর সময় ঘনিয়ে আসায় অনেক ব্রিটিশ নাগরিকই নানাবিধ আশঙ্কায় ভূগছেন। বৃটেনের অর্থনীতিতে ব্রেক্সিটের সম্ভাব্য নেতিবাচক প্রভাব নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ব্রিটিশ নাগরিকদের অনেকেই ভবিষ্যতের জন্য খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা শুরু করেছেন।

এদেরই একজন হলো বৃটিশ নাগরিক জাস্টিনা কোয়্যাল্কযিক। তিনি ব্রেক্সিট উপলক্ষে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটি বাক্সে সংগ্রহ করছেন যার নাম তিনি দিয়েছেন ‘ব্রেক্সিট বাক্স’। জাস্টিনা তার ‘ব্রেক্সিট বাক্স’ সম্পর্কে বলেন, এটি হলো প্লাস্টিকের তৈরি একটি মাঝারি আকৃতির বাক্স যেখানে তিনি টনিক ওয়াটার, কফি ও ফরাসী কমলা-লেবুর আচার সংরক্ষণ করে রাখছেন। এগুলো ছাড়াও তিনি একটি কাপবোর্ডে অতিরিক্ত বোতল শ্যাম্পুও সংরক্ষণ করেছেন।

এ প্রসঙ্গে জাস্টিনা বলেন, ‘এটি তার সঙ্গির বুদ্ধি। এগুলো প্রাত্যহিক জীবনে বেঁচে থাকার জন্য অতীব প্রয়োজনীয় কোনও জিনিস নয়, তবে তিনি চান ব্রেক্সিট চূড়ান্তভাবে সম্পন্ন হয়ে যাওয়ার পরও যেনো তার পছন্দের এ পণ্যগুলো তিনি ব্যবহার করতে পারেন।’

জাস্টিনার এ পণ্য সংগ্রহের ধারণাটি অনেকের কাছে পাগলামী মনে হলেও অনেকেই আবার এ ব্যাপারটিকে গুরুত্ব প্রদাণ করছেন। তারা ব্রেক্সিট পুরোপুরি সম্পন্ন হবার পর কি হবে তা নিয়ে চিন্তিত ও সঙ্কিত। তবে জনগণের মনে ব্রেক্সিট পরবর্তী সময় নিয়ে সৃষ্ট আতঙ্ক নিয়ে বৃটিশ প্রশাসনের ব্রেক্সিট বিভাগীয় এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। ব্রেক্সিটের পরও যেনও খাদ্যদ্রব্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য সকলের নিকট সহজলভ্য থাকে সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছে। সরকার ইউরোপীয় ইউনিয়নের কোন পণ্যদ্রব্য সংগ্রহ করে রাখছেনা। সুতরাং, জনগণেরও প্রয়োজন নেই ইউরোপীয় ইউনিয়নের পণ্যদ্রব্য কিনে ভবিষ্যতের জন্য সংরক্ষন করে রাখা। - বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়