শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

”শেখ হাসিনার নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক সোনালী অধ্যয় বিরাজ করছে”

ইউসুফ আলী, দিনাজপুর : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা বলেছেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ দু’দেশের সম্পর্কের এক সোনালী অধ্যায় বিরাজ করছে। তিনি আরো বলেন, যে কোনো সংকটময় মুহুর্তে বাংলাদেশের পাশে ভারত ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ-ভারত বন্ধুত্ব চিরস্থায়ী হোক। ভারত বাংলাদেশ উন্নয়নে বাংলাবান্ধা স্থলবন্দর বিনিয়োগকে সূদৃর করবে।

৩১ অক্টোবর বুধবার দিনাজপুর শহরের রায়সাহেব বাড়ীস্থ ভারতীয় সরকারের অথায়নে ১.৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীশ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দির সংস্কার, উন্নয়ন ও মাল্টিপারপাস কমিউনিটি হল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠানের উদ্বোধক ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা উপরোক্ত কথা বলেন।

দিনাজপুর রায়সাহেব বাড়ী দেবোত্তর এস্টেট এর আয়োজনে ও রায়সাহেব দেবোত্তর এস্টেট’র এজেন্ট চিত্ত ঘোষ এর সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার, সৈয়দ আবু সায়েম।
স্বাগত বক্তব্য রাখেন রায়সাহেব দেবোত্তর এস্টেট’র সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ ঘোষ কাঞ্চন। সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারী (পলিটিক্যাল-১) শ্রীমতি নবনীতা চক্রবর্তী, ফাস্ট সেক্রেটারী (পলিটিক্যাল-২) শ্রী রাজেশ উকি, সেকেন্ড সেক্রেটারী (কর্মাস) শ্রী শিশির কোঠারী।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা সহ অন্যন্যা অতিথি বৃন্দদেরকে দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আদিবাসী শিল্পীরা তাদের নৃত্যর তালে তালে মঞ্চে নিয়ে আসে। এছাড়াও দিনাজপুরের উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর নাচ ও গানের তালে অতিথিদের বরণ করে নেয়। সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়