শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল জাজিরায় শহিদুলের সাক্ষাৎকার : ভিডিও ফুটেজ চেয়েছেন হাইকোর্ট

জাগো নিউজ : নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে উস্কে দেয়া এবং সরকারের বিষয়ে বিদেশি টেলিভিশন আল জাজিরায় দেয়া আলোকচিত্রী শহিদুল আলমের সাক্ষাৎকার ও ভিডিও ফুটেজ চেয়েছেন হাইকোর্ট।

আগামী বৃহস্পতিবারের (১ নভেম্বর) মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তা আদালতে উপস্থাপন করার জন্য বলা হয়েছে বলে নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

একইসঙ্গে আদালত শহিদুল আলমের জামিন নিয়ে জারি করা রুলের পরবর্তী শুনানির জন্য এই বৃহস্পতিবার দিন ধার্য করেন।

শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে শহিদুল আলমের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

গত ৭ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর এ মামলায় তার জামিন বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়।

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় আল জাজিরাকে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে এ মামলায় শহিদুল আলমকে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়