সুজন কৈরী : রাজধানীর বনানী এলাকা থেকে ৮লাখ টাকা মূল্যের ২ হাজার ১৪ প্যাকেট আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করেছে র্যাব-৩। আটক করা হয়েছে ৫জনকে। আটককৃতরা হলেন, মো. সাইদুর ইসলাম (২৯), হারিচউর রহমান (৪৫), আবুল কালাম আজাদ (৪৯), বোরহান (৪৫) ও আবুল খায়ের (৬৫)। র্যাবের দাবি তারা সিগারেট চোরাকারবারী।
সোমবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে এ ঘটনাটি ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু চোরাকারবারী বনানী বাজারে আমদানি নিষিদ্ধ সিগারেট বিক্রি করছে, এমন তথ্যে বানানী বাজারে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২হাজার ১৪প্যাকেট আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। যার মূল্য ৮লাখ টাকা। আটককৃতরা এসব সিগারেট আমদানীর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নি। এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে।