শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:৪১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৫:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগের ষষ্ঠ দি‌নের কর্মসূ‌চি পা‌লিত

বাংলাদেশ জার্নাল : বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজও পথসভা, লিফলেট বিতরণ ও মিছিল করেছে সংগঠনটি। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় এবং অতীতের 'জ্বালাও-পোড়াও' কর্মসূচির কারণে বিএনপিকে 'খুনি-সন্ত্রাসী' রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত কর‌ার দা‌বি‌তে ৬ষ্ঠ দিনের মত মাঠে নেমেছে তারা।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর নন্দীপাড়ায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আওতাভুক্ত ৭৪নং ওয়ার্ডে কর্মসূ‌চি‌টি পালন ক‌রা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং প্রধান বক্তা হিসেবে প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু বক্তব্য রাখেন।

প্রধান বক্তার বক্তব্যে আরমান হক বাবু বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সম‌য়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্য‌মে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। সেদিন তারা নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জনকে হত্যা করে। এরপর থেকে গণতন্ত্রের নামে নানা সহিংস আন্দোলনে তারা মানুষ মেরেই চলছে। ২০১৩ ও ২০১৪ সাল তার প্রকৃষ্ট উদাহরণ।

৭৪ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কালাম আজাদের সভাপ‌তি‌ত্বে এবং সাধারন সম্পাদক হাবিবুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খা। এ সময় আরও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান নাসির ও সাধারন সম্পাদক মুসলিম সরদার এবং ৭৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম রাসেল।

একই কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে রাজধানীর বংশালে সমা‌বেশ ক‌রে ৩৩ নং ওয়ার্ড যুবলীগ। ওয়ার্ড যুবলীগের সভাপতি আ. আওয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ আউয়াল মানিকের পরিচালনায় অনুষ্ঠানটিতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মাকসুদুর রহমান,অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, সহ সমপাদক ফালান, মহানগর যুবলীগের অন্যতম সদস্য এম আর মিঠু, মোস্তাফিজুর রহমান তপু প্রমুখ।

পরে সেখান থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ড কাউন্সিলর আওয়ালের বাড়ির সামনে থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে সাদেক রোড, সাতরওজা, মাজেদ সরদার রোড এলাকায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়