শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান পাওয়া বেলজিয়াম বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, থিবাউট কোরতোইস, কেভিন ডি ব্রুইনদের দলটি এক নম্বরে অবস্থান নিয়েছে। আগের র‌্যাংকিংয়ে যৌথভাবে বেলজিয়ামের সঙ্গে শীর্ষে থাকলেও এবার এক ধাপ পিছিয়ে দুইয়ে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
শীর্ষে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৭৩৩ আর ফ্রান্সের পয়েন্ট ১৭৩২। ফিফা র‌্যাংকিংয়ের ২৫ বছরের ইতিহাসে এর আগে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে ছিল দুটি দল।
প্রকাশিত র‌্যাংকিংয়ে তিনে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, চারে রয়েছে বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া। একধাপ এগিয়ে পাঁচে উঠেছে হ্যারি কেইন, দেলে আলি, রাহিম স্টারলিংদের ইংল্যান্ড। ইংলিশদের জায়গা ছেড়ে দিয়ে ছয়ে নেমে গেছে লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়ে। সাত থেকে দশে আছে যথাক্রমে পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন এবং ডেনমার্ক।
তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছে কলম্বিয়া। মেসি-আগুয়েরো-ডি মারিয়া-হিগুয়েনদের ছাড়া বিশ্বকাপের পর চার ম্যাচের একটিতে হারা আর্জেন্টিনা রয়েছে ১২তম স্থানে। একধাপ পিছিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে আছে টানা দুই কোপা আমেরিকার চ্যাম্পিয়ন অ্যালেক্সিজ সানচেজের চিলি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি পিছিয়েছে দুই ধাপ, অবস্থান করছে ১৪ নম্বরে। রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ১৫ নম্বরে।
আগের র‌্যাংকিংয়ে এক ধাপ এগুলেও আবারো এক ধাপ পিছিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। চলতি বছর সাফ গেমসে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ রয়েছে ১৯৪তম স্থানে। মামুনুল-জামাল ভূঁইয়াদের অর্জিত পয়েন্ট ৯০৭।

  • সর্বশেষ
  • জনপ্রিয়