অনলাইন ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে আঁখ ক্ষেত থেকে অজ্ঞাত এক পুরুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কবরবাড়ীয়া গ্রামের একটি আঁখ ক্ষেত থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা আঁখ ক্ষেতে কিছু হাড় দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ কঙ্কাল উদ্ধার করে। তবে কার কঙ্কাল তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে এটা একটি পুরুষের কঙ্কাল।
পুলিশ কঙ্কালটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।