প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের এক নতুন রচিত অধ্যায় হয়েছে। এ নিয়ে উচ্ছ্বসিত স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। সম্পূর্ণ ভিন্ন দুই মতাদর্শের এ দুই নেতা আজকাল চিঠি বিনিময়ও করছেন। তবে সবকিছু ছাপিয়ে গেল, যখন ভার্জিনিয়ার এক জনসভায় ট্রাম্প সবার সম্মুখে কিমের প্রেমে পড়ার কথা স্বীকার করলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, কিমের সাথে বৈঠক নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানে ছিলাম। তবে কিম আমাকে যে চিঠিগুলো পাঠিয়েছে তা সত্যি সুন্দর ছিল। এসময় এ ধরনের অ-রাষ্ট্রপতিসুলভ কথায় ‘উপস্থিত জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হলে তিনি তার প্রতিবাদও করেন।
তবে সম্প্রতি ট্রাম্প ও কিমের অপর একটি বৈঠকের সম্ভাবনার কথা রয়েছে বলে জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। যদিও এ পর্যন্ত কোনো সময় নির্ধারিত হয় নি। এর আগে পরমাণু নিরস্ত্রী করণ হচ্ছে কিনা এ নিয়ে উত্তর কোরিয়া পরিদর্শন করেন মার্কিন তিন কর্মকর্তা। রয়টার্স