শিরোনাম
◈ ইতালির টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট দল ঘোষণা, অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ◈ জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ-এনআইডি নম্বর সংগ্রহ করছেন: অভিযোগ ফখরুলের (ভিডিও) ◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় নির্বাচ‌নে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না?  ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও)

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরের সন্ত্রাসবাদ পাক মদদপুষ্ট: রাজনাথ সিং

ওমর শাহ: কাশ্মীর নিয়ে দুই দেশের টানাপোড়েনের মাঝে এবার মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরের সন্ত্রাসবাদ পাকিস্তানের মদদপুষ্ট বলে তিনি মন্তব্য করেছেন।

সেন্ট্রাল জোনাল কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে সকলের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে সরকার। বিষয়টির সমাধানও সম্ভব। প্রত্যেকের সঙ্গে কথা বলতেও রাজি সরকার। গত চার বছরে ১২টি বৈঠকে ৬৮০টি ইস্যু নিয়ে আলোচনা হয়। যার মধ্যে ৪২৮টির সমাধান হয়েছে ইতিমধ্যেই।

এদিকে, ‘পাকিস্তান যদি জাতিসংঘের সাধারণ সভায় আবারও কাশ্মীর ইস্যুকে তুলে ধরে, ভারত তার মোকাবিলা করার জন্য সবরকম ভাবে প্রস্তুত’ বলে জানিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের বক্তব্য হল জাতিসংঘ জোটবদ্ধভাবে বিভিন্ন মাধ্যমে কাজ করে এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। এইসব ক্ষেত্রে একটি ইস্যুর কোনো গুরুত্ব নেই। নিশ্চয় কোনো ব্যক্তি একা লড়তেই পারেন। এই ধরণের লড়াইয়ে একা খেলোয়াড়দের কোনো অতীত এবং ভবিষ্যৎ নেই। এটা তাদের ব্যপার তারা কীভাবে সময়ের অপচয় করবেন। আমরা ভারতীয়রা সঙ্ঘবদ্ধতায় এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। অতীতে তারা এই নিয়ে বহু প্রতিবাদ করেছেন। ভবিষ্যতেও করবেন এবং আমরা একইভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করবো’। সূত্র: ডন নিউজ, জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়