শিরোনাম
◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪২ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীরের সন্ত্রাসবাদ পাক মদদপুষ্ট: রাজনাথ সিং

ওমর শাহ: কাশ্মীর নিয়ে দুই দেশের টানাপোড়েনের মাঝে এবার মুখ খুললেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীরের সন্ত্রাসবাদ পাকিস্তানের মদদপুষ্ট বলে তিনি মন্তব্য করেছেন।

সেন্ট্রাল জোনাল কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কাশ্মীর ইস্যু নিয়ে সকলের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে সরকার। বিষয়টির সমাধানও সম্ভব। প্রত্যেকের সঙ্গে কথা বলতেও রাজি সরকার। গত চার বছরে ১২টি বৈঠকে ৬৮০টি ইস্যু নিয়ে আলোচনা হয়। যার মধ্যে ৪২৮টির সমাধান হয়েছে ইতিমধ্যেই।

এদিকে, ‘পাকিস্তান যদি জাতিসংঘের সাধারণ সভায় আবারও কাশ্মীর ইস্যুকে তুলে ধরে, ভারত তার মোকাবিলা করার জন্য সবরকম ভাবে প্রস্তুত’ বলে জানিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবর উদ্দিন।

তিনি বলেন, ‘আমাদের বক্তব্য হল জাতিসংঘ জোটবদ্ধভাবে বিভিন্ন মাধ্যমে কাজ করে এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। এইসব ক্ষেত্রে একটি ইস্যুর কোনো গুরুত্ব নেই। নিশ্চয় কোনো ব্যক্তি একা লড়তেই পারেন। এই ধরণের লড়াইয়ে একা খেলোয়াড়দের কোনো অতীত এবং ভবিষ্যৎ নেই। এটা তাদের ব্যপার তারা কীভাবে সময়ের অপচয় করবেন। আমরা ভারতীয়রা সঙ্ঘবদ্ধতায় এবং পারস্পরিক সমঝোতায় বিশ্বাসী। অতীতে তারা এই নিয়ে বহু প্রতিবাদ করেছেন। ভবিষ্যতেও করবেন এবং আমরা একইভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করবো’। সূত্র: ডন নিউজ, জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়