শিরোনাম
◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিষেক থেকে দুরন্তগতিতে বাপ্পি চৌধুরী

বিনোদন প্রতিবেদক: বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা খুব একটা ভালো না হলেও একের পর এক সিনেমাতে অভিনয় করে যাচ্ছেন তিনি। ঢাকাই ফিল্মে নিজের জায়গা তৈরি করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন তিনি। তরুণ-তরুণীদের পছন্দের এ নায়ক ঢালিউলে জায়গা করে নিয়েছেন নিজের অভিনয়ের গুণে। যেন অভিষেক থেকেই তিনি দুরন্তগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমাকে।

বাপ্পি এই মুহূর্তে ‘পাগলামি’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার শ্রাবণী রায়। অন্যদিকে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির বেশির ভাগ অংশের শুটিং শেষ করেছেন বাপ্পি। ছবিটির গানের শুটিং করলেই শেষ হবে। ছবিতে নায়িকা হিসেবে রয়েছেন অপু বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম মন্ডলের ‘ডনগিরি’ ছবিটি। তার বিপরীতে আছেন এমিয়া এমি।

বহুল আলোচিত সিনেমা ‘নায়ক’ গতকাল রোববার আনকাট সেন্সর লাভ করে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বাপ্পি ও নবাগত অধরা খান। যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহানের ছবিটি আগামী অক্টোবর মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পির। তার বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। পরিচালনা করেছিলেন শাহীন সুমন। ক্যারিয়ার জুড়ে ভালোবাসার রঙ, জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, ইঞ্চি ইঞ্চি প্রেম, অনেক সাধের ময়না, আই ডোন্ট কেয়ার, সুলতানা বিবিয়ানা, ওয়ান ওয়ে-এক রাস্তাা, সুইটহার্ট, আমি তোমার হতে চাই, পলকে পলকে তোমাকে চাই, গুন্ডা দ্য টেররিস্টসহ অসংখ্য ছবি উপহার দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়