শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০১৮, ০২:১০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০১৮, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন পেলেন কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক লাইভে এসে ছাত্রমৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহারকে জামিন দিয়েছে আদালত। আজ সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ লুৎফুন্নাহারের জামিন মুঞ্জুর করেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লুৎফুন্নাহার লুমার জামিনের আবেদন করা হলেও মামলার নথি না থাকায় রোববার শুনানি হয়নি। ফলে সোমবার আদালত মামলার প্রয়োজনীয় কাগজপত্রসহ শুনানির দিন ধার্য করেছিল। বিকালে শুনানি শেষে তাকে জামিন দেন আদালত। তার জামিনের মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার হওয়া সবাই জামিন পেলেন।

এদিকে রোববার কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ওরফে তুষার ও নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া নারী উদ্যোক্তা বর্ণালী চৌধুরী লোপাকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘লুৎফুন নাহার লুমার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের যে অপরাধের ধারায় অভিযোগ আনা হয়েছে তা এ আইনের আওতায় আসে না। কোটা সংস্কার আন্দোলনের নেতা অনেকে জামিনে আছেন।’ সার্বিক দিক বিবেচনায় তিনি আসামির জামিন চান। এর আগে গতকাল রবিবার লুমার করা জামিন আবেদনের আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ।

উল্লেখ্য, ফেসবুক লাইভে এসে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। এর ভিত্তিতে গত ১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুমাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়