শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৮, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৮, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় সালিশে গৃহবধূ নির্যাতনের তদন্ত প্রতিবেদন দাখিল

মাহফুজ নান্টু: কুমিল্লার দাউদকান্দিতে বিচারের নামে জনসম্মুখে চার সন্তানের জননী, প্রবাসীর স্ত্রী এক গৃহবধূকে ফিল্মি স্টাইলে নির্যাতনের ঘটনায় নির্দেশদাতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মনির হোসেন এখনও ধরাছোঁয়ার বাইরে থাকলেও এ ঘটনার ভিডিওকারী ও নির্যাতিতকে উদ্ধারকারীদের মামলায় অভিযুক্ত করা হয়েছে। নির্দেশদাতা হিসেবে চিহ্নিত চেয়ারম্যান মনির হোসেনের নাম এজাহারভুক্ত না হওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। এ দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকালে জমা দেওয়া হয়েছে বলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘চেয়ারম্যান মনির হোসেন সালিশে উপস্থিত থেকেই গৃহবধূকে নির্যাতেনের নির্দেশ দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে নির্যাতিত প্রবাসীর স্ত্রীর পক্ষে দায়ের করা মামলায় ইউপি চেয়ারম্যান মনির হোসেনের নাম উল্লেখ করা হয়নি।’

এদিকে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দিয়েছেন। দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন, বিচারের নামে গত ৩১ জুলাই রাতভর এবং ১ আগস্ট সালিশ ডেকে বারপাড়া ইউনিয়নের বেকি সাত পাড়া গ্রামের সামছু ব্যাপারীর ছেলে প্রবাসী কবির হোসেনের স্ত্রীকে প্রকাশ্যে নির্যাতন চালায় তার ভাসুর সাইফুল ইসলাম স্বপনসহ অন্যরা। এ ঘটনায় ওই নারীর বোন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করে। ইতিমধ্যে ওই দুই জন জামিনে বের হয়েও এসেছেন।
ওই সালিশি বৈঠকে স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যান মনির হোসেন তালুকদারের উপস্থিতিতে এমন নির্যাতনের ঘটনা কেন ঘটলো, উত্তর চেয়ে একটি শোকজ নোটিশ দিয়েছি। শোকজ নোটিশ সন্তোষজনক না হওয়ায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পরবর্তীতে ১১ আগস্ট শনিবার মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় ও কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়। পাঁচ দিন পর ১৬ আগস্ট বৃহস্পতিবার বিকালে তদন্ত কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হয়েছে।’
কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজর মীর বলেন, ‘সালিশ বৈঠকে প্রবাসীর স্ত্রী নির্যাতনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়। প্রতিবেদন প্রকাশিত হলেও এখনও হাতে আসেনি। প্রতিবেদন হাতে ফেলেই নির্দেশদাতা ও জনসম্মুখে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়