শিরোনাম
◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি? ◈ সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে তিন সাংবাদিকের চাকরিচ্যুতি - যা জানা যাচ্ছে ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সঙ্কটে ১৬২০ কোটি টাকার এলএনজি আমদানি করছে সরকার ◈ সাংবাদিকতার দায়িত্ব ও নৈতিকতা-বিষয়ক আইন হওয়া প্রয়োজন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ◈ প্রত্যক্ষ কর আদায় বাড়াতে হবে: এনবিআর  ◈ জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের, আমরা প্রতিহত করবো: নুরুল হক (ভিডিও) ◈ শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা শিক্ষার্থীদের শ্রেণিমুখী করতে

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ছাত্রদের শ্লোগানের ভাষা কী অশ্লীল?’

রবিন আকরাম : লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার ফেসবুকে প্রশ্ন রেখে লিখেছেন, ছাত্রদের শ্লোগানের ভাষা কী অশ্লীল? জর্মান ভাষায় "ব্যাড" বা "খারাপ" এই শব্দের দুইটি প্রতিশব্দ আছে। একটা "শ্লেষট" আরেকটা "ব্যেসে"।

এলিটেরা নিচুতলার মানুষদের সন্মন্ধে ব্যবহার করে "শ্লেষট" যা দিয়ে এলিটেরা নিচুতলার মানুষদের ভাষাকে অশ্লীল, অযোগ্য, খারাপ বলে চিহ্নিত করতে ব্যবহার করে। আর "ব্যেসে" শব্দটা ব্যবহার করে সমাজের নিচুতলার মানুষেরা উপরতলার মানুষদের উদ্দেশ্যে যা দিয়ে বোঝানো হয়, অপরিচিত, অনিয়মিত, অভাবনীয়, বিপদজনক, ক্ষতিকর, নিষ্ঠুর এই ধারনাগুলি।

তাহলে সমাজের নিচুতলার মানুষ আর এলিটেরা শব্দ ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ বিশেষ বিবেচনায় শব্দ বাছে। কে নিজেকে এক্সপ্রেস করতে কী শব্দ ব্যবহার করছে সেটা রুচির নয়, শ্রেণীর প্রশ্ন; আরো বিশেষ ভাবে বললে ক্ষমতার প্রশ্ন।

এভাবেই আমরা ভদ্রলোকের একটা ভাষা আবিষ্কার করেছি। ভদ্রলোক কী ভাষায় নিজেকে এক্সপ্রেস করবে সেটার একটা প্রমিত রূপ দেয়া হয়েছে। আর ছোটলোক বা নন এলিটদের আমরা ভাষার ব্যবহার দিয়ে রুচিহীন বলে চিহ্নিত করি।

আজকের আন্দোলনে ছাত্রদের ব্যবহৃত শ্লোগানের তথাকথিত অপ্রমিত ভাষাকে যারা সমালোচনা করছে দেখবেন, তারা কোন না কোনভাবে ক্ষমতার সাথে সম্পর্কিত। ক্ষমতাই শব্দগুলোকে অশ্লীল বলে চিহ্নিত করছে।

"পুলিশ কোন চ্যাটের বাল" এই ভাষা মজলুমের, ক্ষমতাহীনের। এই ভাষার শ্লেষ সহ্য করার শক্তি ক্ষমতাবানের নাই।

বিপ্লবের "প্রথম খুন" বের হয় ভাষা দিয়ে। ছাত্রদের শ্লোগানের ভাষা এক নতুন বিপ্লবের জন্ম দিচ্ছে। এই ভাষা সুন্দর, এই ভাষা শৈল্পিক, অশ্লীল নয় মোটেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়