শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লামায় দুই দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু

মো. নুরুল করিম আরমান, লামা: বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত স্টাফদের জন্য কম্পিউটার, অফিস ব্যবস্থাপনা এবং ই-ফাইলিং ব্যবস্থাপনার ওপর দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সীর (জাইকা) সহায়তায় এ প্রশিক্ষণ শুরু হয়।

গতকাল সোমবার সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।

নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান ভুঞা, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আই.সি.টি’তে পিঁছিয়ে থাকলে, কখনোই কোন ব্যক্তি কিংবা দপ্তর স্বর্ণ শিখরে পৌঁছতে পারবেনা। তাই আই.সি.টি প্রশিক্ষণ সকলের জন্য অতীব জরুরী। এ প্রশিক্ষণের মাধ্যমে যখন কারো কাজের চাহিদা সকলের নিকট পৌঁছে যাবে, তখনিই তিনি মানব সম্পদে পরিণত হবেন।

লামা উপজেলা পরিষদ সূত্র জানায়, জিওবি ও জাইকার অর্থায়নে পরিচালিত উপজেলা পরিষদ পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ২০০ উপজেলার মধ্যে লামা উপজেলা নির্বাচিত হয়। এ প্রেক্ষিতে উপজেলায় উপ-প্রকল্প প্রণয়নের কার্যক্রমের আওতায় পরিষদের কর্মরত স্টাফদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরকারীগণের জন্য গর্ভকালীণ বা প্রসব পরবর্তী যত্ন বিষয়ে সচেতনতা, শিশুদের পুষ্টির প্রয়োজনীয়তা এবং অপুষ্টি রোধে করণীয়, তামাকের বিকল্প হিসেবে ভুট্টাসহ শীতকালীন লাভজনক সবজি উৎপাদন কলাকৌশলসহ তামাক চাষের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কর্মশালা, পল্লী উন্নয়ন বোর্ডের সমন্বিত/দলের সদস্যদের হস্তশিল্প, শিক্ষকদের পেশাগত উন্নয়নের অংশ হিসবে গণিত ও ইংরেজী বিষয়ে দক্ষতার সাথে পাঠদানের জন্য, বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক ও সমবায়ীদের জীবন মান উন্নয়নের জন্য পশু সম্পদ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ধাপে ধাপে এসব প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়