শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৬ জুলাই, ২০১৮, ০৯:০৩ সকাল
আপডেট : ২৬ জুলাই, ২০১৮, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরে আসছে লিখিত পরীক্ষা পদ্ধতি

এ কে এম শফিকুল ইসলাম : সরকারি তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবছরই থেকে এমসিকিউ এর পরিবর্তে ফিরছে লিখিত পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিরবে আগামী বছর।

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি জন্য এ বছর থেকে ফিরে আসছে লিখিত পরীক্ষা । এ বছরেই এমসিকিউ বাতিল করে লিখিত পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে তিনটি বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী বছর থেকে এমসিকিউর পাশাপাশি লিখিত পরিক্ষা নেওয়া হবে।

সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ নানা রকমের জালিয়াতি ধরা পড়ছে কয়েক বছর ধরেই। এসব ঠেকাতেই লিখিত পরীক্ষা নেওয়ার পদ্ধিতি ফিরিয়ে আনার সিদ্বান্ত নিচ্ছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। চলতি বছরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে এ পদ্ধতিতে।

উপাচার্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,অধ্যাপক মীজানুর রহমান বলেন,একাডেমিক কাউন্সিলে এর সিদ্বান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ কোন পরিক্ষা এমসিকিউ পদ্ধতিতে কোন পরীক্ষা নেওয়া হবে না। এর অন্যতম কারন হচ্ছে এমসিকিউতে প্রথমতো এ নিয়ে বির্তক সঠিক মেধা যাচাই হয় কিনা সন্দেহ প্রকাশ করে। কোচিং সেন্টার গাইড বই দেখে কতোগুলা নির্দিষ্ট জিনিস শিখে। ভরাট করে মেধা যাচাই অনেকে এইটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি ক্ষেত্রেও আগামী বছর থেকে এমসিকিউ পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়ার  সিদ্বান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

ডীন,ব্যবসায় শিক্ষা অনুষদ, অধ্যাপক শিবলী রুবায়াতুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এ সিদ্বান্ত  নিয়েছেন । কিন্তু যেহেতু আমাদের আগে কোন পরিকল্পনার ঘোষণা দেওয়া ছিল না। তাই আমরা এইবার শুরু না করে এখন থেকে পরবর্তী যারা ভর্তি পরীক্ষা দিতে আসবে তাদের কে জানিয়ে রাখতে চাই। সামনের বছর এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

শিক্ষাবিদরা মনে করেন, লিখিত পরীক্ষার মাধ্যমে প্রকৃত মেধা যাচাই সম্ভব হবে। ফলে যোগ্যরা ভর্তি সুযোগ পাবেন।

শিক্ষাবিদ,অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, যদি এমসিকিউ নির্ভর হতো এক মাত্র তা হলে প্রস্তুতি হচ্ছে সেই কোচিং সেন্টার। একটা পর একটা পরীক্ষা দিয়ে পরীক্ষার দক্ষতা অর্জন করতো। কথায় আছেনা পরীক্ষার ব্যবস্থাপনা। পরীক্ষার ব্যবস্থাপনায় সে দক্ষ হয়ে গেল। কিন্তু জ্ঞান ব্যবস্থাপনায় দক্ষ হল না।

৩৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখা ৪৭,৪৩৩ টি।
সূত্র : ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়