শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৮, ০৯:১৭ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৮, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বন্দুকের নল দিয়ে আ.লীগ ক্ষমতায় আসেনি’

হ্যাপী আক্তার: সাবেক সংসদ সদস্য ও যুব মহিলালীগের সভাপতি নাজমা আকতার বলেছেন, বাংলাদেশে কোন গণতন্ত্র দল বলতে পারবে যে, আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক দল দেশে আছে। আওয়ামী লীগ একমাত্র দল যারা যে কোনো সময়ে রাজনৈতিক দল গঠন করেছে। সেই প্রক্রিয়াতে আজ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই ক্ষমতায় এসেছে। তারা (আ.লীগ) কখনো পেছনের দরজা কিংবা বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসেনি ।

বেসরকারি একটি টেলিভিশন টেলিভিশন চ্যানেল আই এর ‘তৃতীয় মাত্রা’ টক শো অনুষ্ঠানে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় নাজমা আকতার বলেন, একদলীয় প্রচারণা কেন? এই পর্যন্ত যে নির্বাচন হলো, প্রচারণা তো সমানে সমানে হচ্ছে। একদলীয় প্রচারণা এই কথাটি বলার মানে কি? গত নির্বাচনে বিএনপি ৫টি সিটি নির্বাচনে বিজয়ী হয়েছে।

তিনি বলেন, যখন যে নির্বাচন হয় তখন সেই সরকারের শাসন আমলে নির্বাচনগুলো হয়। তারা (বিএনপি) তাদের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, তখন ১ লাখ ৪৪ হাজার ভূয়া ভোটার ছিলো। মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেননি। ট্রাক ভরে ভরে এক কেন্দ্র থেকে অন্য কেন্দ্রে গিয়ে ভোট দিত, এমন অবস্থা ছিলো। তাদের (বিএনপি) মুখে সুন্দর সুন্দর কথা শুভা পায় না, বিষয়টি হাস্যকর। বিএনপি অভিযোগ দিতে থাকবে নির্বাচনের সময় নির্বাচন করবে। বিএনপির আমলে যে নির্বাচন হয়েছে, তার চেয়ে এখনকার নির্বাচন অনেক বেশি নিরপেক্ষ ও সুষ্ঠু হচ্ছে।

তিনি আরো বলেন, নিরপেক্ষ কোনো কর্মীকে যার বিরুদ্ধে কোনো মামলা নেই, তাকে যদি শুধু নির্বাচনের জন্য গ্রেফতার করা হয়। তাহলে আমি তার প্রতিবাদ করবো। গাজীপুর সিটি নির্বাচনকে উল্লেখ করে তিনি বলেন, যারা মামলার আসামি তাদের বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা থাকে তারপরেও যদি সে পুলিশের সামনের দিয়ে ঘোরাফেরা করে তাহলে তো পুলিশ তাকে ধরবেই। সুতরাং ঢালাউ অভিযোগ না করলেও হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়