শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ায় বাংলাদেশীদের স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত

তরিকুল ইসলাম: ২০১৮ এশিয়ান গেমসের ১৮ তম আসর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে। আর এ আসরে ইন্দোনেশিয়ায় সকলকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিসেস রিনা সোয়েমারনো। রোববার বিকেলে দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটিতে বাংলাদেশীদের স্বাগত জানান তিনি।

রিনা সোয়েমারনো বিলেন, ২০১৮ সালের ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার দুটি প্রধান শহর, রাজধানী জাকার্তা ও দক্ষিণ সুমাত্রা প্রদেশের রাজধানী পালেম্বংয়ে অনুষ্ঠিত হবে এ আয়োজন। এছাড়াও জাকার্তাকে ঘিরে রাখা দুটি প্রদেশ, ব্যান্টেন ও পশ্চিম জাভার ক্রীড়া মাঠসমুহ অতিরিক্ত মাঠ হিসাবে প্রস্তুত রাখা হবে।

জানা গেছে, প্রতিযোগিতার মূল আয়োজক ছিল হ্যানয় ভিয়েতনাম, কিন্তু তাদের আর্থিক সংকটের কারণে তারা নাম প্রত্যাহার করে নেয়। ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর এশিয়া অলিম্পিক কাউন্সিল এর নির্বাহী বোর্ডের সভায় ইন্দোনেশিয়াকে স্বাগতিক হিসাবে মনোনীত করা হয়। প্রতিযোগিতাটি মুলত ২০১৯ সালে আয়োজনের সিদ্ধান্ত ছিল কিন্ত ২০১৯ সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০১৮ সালে আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

রাষ্ট্রদূত বলেন, ইন্দোনেশিয়ার সাধারণ নির্বাচনের কারণে খেলা ২০১৯ এর বদলে ২০১৮ তে এগিয়ে আনা হয়েছে। ১৯৬২ সালে ইন্দোনেশিয়ায় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। ইন্দোনেশিয়ায় পর্যটন হিসেবে বালি দ্বীপ সবাই চেনে। কিন্তু এর বাইরে ইন্দোনেশিয়ার আরও পর্যটন কেন্দ্র আছে। এই খেলা উপলক্ষে ১৭ হাজার পর্যটক ইন্দোনেশিয়ায় যাবেন। তাদের জন্য ইন্দোনেশিয়া ভ্রমণের সুব্যবস্থা থাকবে।

বাংলাদেশ থেকে সর্ববৃহৎ ১৫০ জনেরও বেশি অ্যাথলেট অংশ নেবেন বলে তিনি জানান। গেমসে ৪৫ দেশ ১৫ হাজার অ্যাথলেট, ৮ হাজার সাংবাদিক যোগ দেবেন।৪৯ ভেনু থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়