শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২১ জুলাই, ২০১৮, ১০:১৫ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০১৮, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া ও আমেরিকার সম্পর্ক একন চূড়ান্ত পর্যায়ে

ওয়ালি উল্লাহ সিরাজ: রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে শরৎকালে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রেস সেক্রেটারি এই তথ্য জানান। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক টুইটে জানিয়েছেন, পুতিনের যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আলাপ-আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ট্রাম্প ও পুতিন গত সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে একান্ত বৈঠক করেন। এই বৈঠকে দুই নেতার মধ্যে কী আলোচনা হয়েছে, তার বিস্তারিত জানা যায়নি। পত্র-পত্রিকাতে এমন খবরই প্রকাশ হয়েছে। তাদের এই বিষয়গুলো নিয়ে আমেরিকার দুইটি দলের কিছু লোক সমালোচনা করছে।
শুক্রবার দিবাগত রাতে চ্যানেল আইয়ের আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহীদুজ্জামান।
তিনি আরো বলেন, ট্রাম আর পুতিনের একান্ত সাক্ষাতের বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তারপরও ট্রাম এই বিষয় থেকে পিছপা হচ্ছেন না। এই বিষয়টিকে অবশ্যই আমি পজেটিভ দেখছি। আগে কার যে কোনো সময়ের থেকে এখন আমেরিকা ও রাশিয়ার সম্পর্ক অনেক ভালো। আর এই কারণেই অল্প কিছু দিনের মধ্যে পুতিন ওয়াশিংটনে সফরে আসছেন।
এম শাহীদুজ্জামান আরো বলেন, এই বৈঠকে আসলে বিশ্ব কি পাবে সেই বিষয়টা জানার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। পুতিন ওয়াশিংটনে আসলে আমরা জানতে পারবো বিশ্ব আসলে তাদের কাছ থেকে কি পাচ্ছে। এর আগে অবশ্য বিষয়টা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়