শিরোনাম
◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান ◈ শেষ সম‌য়ে গোল খে‌য়ে আজারবাইজানের কা‌ছে হারলো বাংলাদেশ ◈ বি‌পিএ‌লে রংপুর রাইডার্সকে চ‌্যা‌ম্পিয়ন করার স্বপ্ন লিটন দা‌সের ◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সপ্তাহে ৩ দিন ছুটির ঘোষণা নিউজিল্যান্ডের একটি কোম্পানির

ইফ্ফাত আরা: নিউজিল্যান্ডের একটি কোম্পানি এবার ঘোষণা দিয়েছে কর্মীরা ৪ দিন কাজ করলেই যথেষ্ট। এখন থেকে এই কোম্পানির কর্মীরা সপ্তাহে ৩দিন ছুটি ভোগ করতে পারবে। পার্পিচুয়াল গার্ডিয়ান নামের এই কোম্পানিটি উইলস এবং ট্রাস্ট তহবিলের সাথে আট সপ্তাহের একটি গবেষণার পর এই ঘোষণা দেয়।

চলতি বছরের শুরুতে কোম্পানিটি উইলস এবং ট্রাস্ট তহবিলের এর সঙ্গে একটি চুক্তিতে আসে। চলতি বছরের শুরুতে আট সপ্তাহে দেশটিতে এদের সর্বমোট ১৬টি কার্যালয় ২৪০ জন কর্মীকে দিয়ে কাজ করায়। তাদের পূর্ণ বেতন দিয়ে তিনদিনের ছুুটির বিষয়টি নিশ্চিত রেখে এই কাজে তারা দেখেন কর্মীরা আগের মতোই কাজ করে যাচ্ছে, সফলতার সঙ্গে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্দ্রিউ বার্নেস বলেন, কোম্পানিটিতে কর্মীর সংখ্যা বৃদ্ধির জন্য, তাদের সন্তুষ্টির কারণে কোম্পানির বোর্ডের কাছে তিনি এ সুপারিশ করেছেন।

নিউজিল্যান্ড হেরাল্ডকে দেয়া এক সাক্ষাতকারে বার্নেস বলেন, ‘কর্মীদের সন্তুষ্টির জন্য মূলত আমাদের এই পদক্ষেপ। যখন তাদের সন্তুষ্টির জন্য তিনদিন ছুটি দেয়া হয়, তখন তারা বাকি চারদিন আরো ভালোভাবে কাজ করে। এবং এতে সফলতা আসে। তিনদিন ছুটি দেয়ার ঘোষণার ভিত্তিতে তিনি আরো বলেন, ‘যখন কর্মীরা দেখবে তাদের আরো একদিন কম কাজ করতে হচ্ছে তারা তাদের কাজের পরিমাণ আরো বাড়িয়ে দিবে। আমাদের নেতৃত্বদানকারী দলটি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখেছে এই জরিপে কাজের পরিমাণ কমে না বরং এতে কর্মীরা উৎফুল্ল মনে কাজ করে।’ তাই তিনি বলেন, এখন স্থায়ীভাবে বোর্ড থেকে আমাদের অনুমতির প্রয়োজন। আশা করা যাচ্ছে আগামি কয়েক সপ্তাহের মধ্যেই একটি সিদ্ধান্ত আসা সম্ভব হবে। ইন্ডিপেনডেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়