শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২০ জুলাই, ২০১৮, ০১:২৭ রাত
আপডেট : ২০ জুলাই, ২০১৮, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপের কাছে প্রতিশ্রুতি নয় বাস্তব পদক্ষেপ চান জারিফ

রাশিদ রিয়াজ : পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ইউরোপের সঙ্গে তেহরানের সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইউরোপের কাছ থেকে কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং তাদের কাছ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ প্রত্যাশা করছি। ইউরোপকে কেবল মুখের কথায় কিংবা বিবৃতি প্রকাশ করার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং ইরানের ব্যাংকিং, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ইউরোপকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইউরো নিউজ

যুক্তরাষ্ট্র ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় দেশগুলো এই চুক্তি টিকিয়ে রাখার জন্য ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইউরোপকে হুমকি দিয়েছে, তারা যদি ইরানের সঙ্গে ব্যবসায়ীক সম্পর্ক বজায় রাখে তাহলে তাদেরকেও মার্কিন শাস্তি ও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে। এই হুমকির কারণে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইউরোপ তাদের প্রতিশ্রুতিতে আদৌ অটল থাকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ইরান জানিয়ে দিয়েছে,পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হলে ইউরোপকে অবশ্যই ইরানের সঙ্গে ব্যাংকিং লেনদেন চালু করা, ইরানে উপস্থিত ইউরোপীয় কোম্পানিগুলোর পুঁজি বিনিয়োগ এবং মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ইউরোপীয় সরকারগুলোর সরাসরি অর্থ লেনদেনের পদক্ষেপ নিতে হবে। পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হলে এর কোনো বিকল্প পথ ইউরোপের নেই। যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এখন চুক্তি টিকিয়ে রাখার নিশ্চয়তা ইউরোপকেই দিতে হবে। আর যদি ইউরোপ সে নিশ্চয়তা দিতে না পারে তাহলে পরমাণু সমঝোতারও আর কোনো অর্থ থাকে না।

এদিকে ইরানের স্ট্র্যাটেজিক ফরেন রিলেশনস কাউন্সিলের চেয়ারম্যঅন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল খাররাজি বলেছেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অন্য দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা। এর অন্যথায় পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার কোনো মানে হয়না।

বিশ্লেষকরা বলছেন, ইরানের কর্মকর্তাদের এসব বক্তব্যের অর্থ দাঁড়াচ্ছে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হলে ইউরোপকে কেবল মুখে নয় বরং কার্যকর পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ ইরানের দাবিগুলো মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট মেকায়েরি বলেছেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে কেবল মুখে প্রতিশ্রুতি দিলেই হবে না বরং কার্যকর পদক্ষেপ নিতে হবে। এদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়া বলেছেন, ইরান যাতে তেল বিক্রি করতে পারে তার জন্য সুযোগ করে দেয়া উচিত।

পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে হলে অবশ্যই ইরানের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মতে, যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়েই পরমাণু সমঝোতার আওতায় ইরান ও ইউরোপের মধ্যে সহযোগিতা গড়ে তোলা উচিত যা কিনা সবার জন্যই কল্যাণকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়