ডেস্ক রিপোর্ট: ঢাকা সিটির যে পরিমাণ জ্যাম ,সেই জ্যামে আমরা প্রচুর সময় ব্যয় করছি। এবং সকল সময়টা আমরা অলস কাটাচ্ছি। জ্যামে সময়টা যেন আমরা শুধু ব্যয় না করি, অযথা অলস সময় না কাটাই সেই লক্ষ্যে ঢাকা সিটির যে সকল গণপরিহণগুলো আছে সেখানে এই বই বন্ধু পাঠাগারটাকে স্থাপন করার কারণটা হচ্ছে মানুষকে বই এর সংস্পর্শে নিয়ে আসা।
আতিকুর রহমান নামের এক যাত্রী বলেন, টাইমপাস হয় এবং বাড়তি যে সময় জ্যামে বসে থেকে ব্যয় হয় এই সময় বই পড়লে আমরা বাড়তি কিছু শিখতে পারবো কিছু বাড়তি জ্ঞানও অর্জন হবে। অযথা সময় নষ্ট হবে না ।
মোহাম্মদ আসলাম নামের এক গাড়ি চালক বলেন,আগে খোনে গালমন্দ করা হতো এখন সেটা আর করা হয় না । যখন হৈচৈ করলে বা গালাগালি করলে স্টার্ফরা তাদের হাতে বই ধরিয়ে দেয়। তখন তারা চুপ হয়ে যায়।সূত্র: বিবিসি
https://www.facebook.com/BBCBengaliService/videos/1778573918848172/