শিরোনাম
◈ সি‌রিজ হা‌রের পর লিটন দাস বল‌লেন, আমাদের আরও শিখতে হবে ◈ ‘নাম লেখালেই নম্বর’ যুগ শেষ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্সে নম্বর পেতে বাধ্যতামূলক ৬০% উপস্থিতি ◈ ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পর্যায়ক্রমে কারখানা ছুটি দেয়াসহ একগুচ্ছ সিদ্ধান্ত ◈ জুনে রিজার্ভ দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলার : গভর্নর ◈ বাংলাদেশ - পাকিস্তান সি‌রি‌জের নতুন সূচি প্রকাশ ◈ এবার টাঙ্গাইলে শেখ হাসিনার নামে করা মামলা ৪৮ ঘণ্টার মাথায় প্রত্যাহার, কারণ যা জানাগেল ◈ ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাবাহিনী প্রধান ◈ দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম ◈ দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয়, হাইকোর্টের রুল ◈ নুরের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ ডিএনসিসির, জবাব দিল গণঅধিকার পরিষদ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ১৪ জুলাই, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দহন: ৩০ দিনের শুটিং ১৮ দিনেই শেষ

ডেস্ক রিপোর্ট : শেষ হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আলোচিত ‘দহন’ ছবির শুটিং। এই ছবির শুটিং শেষ করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ৩০ দিন (একমাস)-এর সময় দেয়া হয়েছিল। কিন্তু ১২ দিন হাতে রেখে ১৮ দিনেই পুরো ছবির শুটিং করা হয়।

এমনটা বলেন ‘দহন’  ছবির নায়ক সিয়াম আহমেদ। যিনি গেল ঈদে মুক্তি পাওয়া ‘পোড়ামন ২’ দিয়ে ইতিমধ্যে ‘চলচ্চিত্র তারকা’ বনে গেছেন!

সিয়াম বলেন,  ‘দিনরাত এক করে শুটিং করেছি। তিন-চার শিফটেও শুটিং করেছি। চরিত্রটাকে নিজের মধ্যে ধরে রাখতে অনেক পরিশ্রম করেছি। এমনও হয়েছে আমার পরিবারের মানুষদের সঙ্গে এই ক’দিন ঠিকমত মিশতেও পারিনি। শুধু তাই নয়, শুটিং স্পটে অনেকে আমার সঙ্গে দেখা করতে এলেও ঠিকমত সময় দিতে পারিনি। চেয়েছি, যেন কাজটা ভালো হয়।’

এর আগে ‘পোড়ামন ২’ ছবির শুটিং হয়েছিল কয়েক লটে, ধীরে ধীরে। কিন্তু ‘দহন’র শুটিং দ্রুত শেষ হওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘এটা পুরোপুরি রাজনৈতিক থ্রিলার গল্পের ছবি। যেখানে সামাজিক প্রেক্ষাপট রয়েছে। গল্পের প্রয়োজনে, শিল্পীদের চরিত্রের মধ্যে রাখার জন্য দ্রুত কাজ শেষ হয়েছে। তবে আমরা কাজের ক্ষেত্রে কোথাও ছাড় দেইনি। যেখানে যতটুকু অ্যাফোর্ড দেয়ার, দিয়েছি।’

তিনি বলেন, ‘একমাস লাগেনি, আমাদের শুটিং শেষ করতে ১৮ দিন লেগেছে। ১২ দিনের কস্ট বেঁচে গেছে। কম হলেও ২০ লাখ টাকা সেভ হয়েছে। নিশ্চয়ই লাভ হয়েছে আমাদের প্রযোজকের। তিনি এই টাকাটা তার আরেক ছবির জন্য ব্যয় করতে পারবেন।’

পুরো শুটিং সঠিকভাবে শেষ করতে ‘দহন’ টিমের সকলের অবদান রয়েছে। তবে এই ছবির ডিওপি রিপন চৌধুরীকে একটু বেশি ক্রেডিট দিতে চান সিয়াম।

বলেন, ‘এখানে জিবাম খুব বেশি ব্যবহার হয়নি। বেশিরভাগ কাজ হয়েছে হ্যান্ড ক্যামেরাতে। যেটা এছবির ডিওপি রিপন চৌধুরী পিঠে বয়ে বেড়িয়েছিলেন। শুটিং হলে তারপর রেখেছেন। এত কষ্ট করার পরেও তার মধ্যে ক্লান্তির ছাপ দেখিনি। তিনি চমৎকারভাবে দৃশ্য ধারন করেছেন।’

‘দহন’ ছবির দৃশ্যের শুটিং শেষ হলেও বাকি আছে দুটি গানের শুটিং। চলতি মাসের শেষ দিকে যার শুটিং হবে জানান সিয়াম। ‘দহন’ ছবির পরিচালক রায়হান রাফী। শুটিং শেষ করে ছবির সম্পাদনার কাজের জন্য তিনি গেছেন ভারতে। সিয়াম বলেন, ‘সম্পাদনার পর বোঝা যাবে আমাদের কোথাও কাজে কমতি আছে কিনা! যদি থাকে পুনরায় দৃশ্যগুলোর শুটিং করবো।’

‘দহন’-এর একটি দৃশ্যে অভিনেত্রী মম

গেল ৬ জুন শুরু হয় ‘দহন’ ছবির শুটিং। এফডিসি, টঙ্গি বস্তি, পূবাইল, শাহবাগসহ বিভিন্ন লোকেশনে ছবির শুটিং করা হয়। ছবিতে সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। ঈদের আগে দুদিনের শুটিং হয়। এরপর ঈদের তিনপর থেকে টানা কাজ চলে, শেষ হয় গেল সপ্তাহে। ছবিতে সিয়ামকে দেখা যাবে একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজা অভিনয় করছেন একজন পেশাদার গার্মেন্টস কন্যার চরিত্রে।

সিয়াম-পূজা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারি মম, পুলিশ অফিসার এজাজ চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান। ‘দহন’ দেশিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ছবি। এটি কোনো যৌথ প্রযোজনা নয়। শোনা যাচ্ছে, আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাবে। - চ্যানেল আই

  • সর্বশেষ
  • জনপ্রিয়