শিরোনাম
◈ ইরান জুড়ে 'ব্যাপক হামলা' চালাচ্ছে ইসরাইল ◈ লন্ডন বৈঠকে সংকট কি কাটলো? ◈ জাতীয় পতাকা পরিবর্তনের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং ◈ কয়েক ঘণ্টার মধ্যেই পারমাণবিক অ*স্ত্র প্রকাশ্যে আনতে যাচ্ছে ইরান? (ভিডিও) ◈ এইচএসসি পরীক্ষা নিয়ে ১২ দফা নির্দেশনা জারি, পরীক্ষা হবে নির্ধারিত সময়েই ◈ আয়রন ডোম ভেদ করে তেল আবিবে ইরানের পাল্টা হামলা, ধ্বংস প্রতিরক্ষা সদর দপ্তর ◈ মধ্যপ্রাচ্য সংকটে পুতিন-ট্রাম্প টেলিফোনালাপ: ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক বার্তা: ক্রেমলিন ◈ জামায়াত-এনসিপির প্রতিক্রিয়ার জবাবে যা বললেন সালাহউদ্দিন আহমদ ◈ দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ◈ ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা: তেলের দাম একদিনে বিশ্ববাজারে বেড়েছে ৭ শতাংশ

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০২:২০ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা

শিক্ষকদের ‘অহেতুক’ দাবি-দাওয়ার আবেদন বন্ধ করতে কঠোর অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত শিক্ষা সচিবের কাছে আবেদন করলে শাস্তির মুখে পড়তে হবে শিক্ষকদের। এমন কঠোর বার্তা দিয়ে কিছু নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২১ মে) সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে এমপিও (মাসিক পরিশোধ আদেশ) সংক্রান্ত আবেদনসহ বিভিন্ন সমস্যা সমাধানে বা প্রতিকার চেয়ে সরাসরি আবেদন জমা দেওয়ার প্রবণতা বন্ধে এমন কঠোর বার্তা দেওয়া হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অফিসসমূহের কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যরা বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্য আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে না করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সরাসরি আবেদন দাখিল/প্রেরণ করে থাকেন। এতে বিধিগতভাবে কার্যক্রম/ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় না এবং বিভাগের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে।

নির্দেশনায় জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা/কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক/শিক্ষিকা, ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি/সদস্যকে বিধিবহির্ভূত ব্যক্তিগত অভিযোগ/এমপিও সংশ্লিষ্ট আবেদনসহ অন্য আবেদন যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে মন্ত্রণালয় তাদের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আবেদন নিষ্পত্তির প্রক্রিয়াকে সুসংগঠিত করতে চায় বলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়