মাহাদী আহমেদ : আপাতত লন্ডন ছাড়তে হচ্ছে না অনলাইন ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান উবারকে। লন্ডনের উচ্চ আদালত উবারকে লন্ডনে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে ১৫ মাসের লাইসেন্স প্রদান করেছে।
এর আগে গত বছরের সেপ্টম্বরে লন্ডনে উবারের লাইসেন্স বাতিল করে দেয় লন্ডনের পরিবহন নিয়ন্ত্রক সংস্থা। তারা উবারের বিরুদ্ধে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দূর্বলতার অভিযোগ তোলে।
অন্যদিকে উবারে কাজের পরিবেশ নিয়ে বিভিন্ন ইউনিয়ন, আইনপ্রণেতা এবং ব্ল্যাক ক্যাবের চালকরা আগে থেকেই সমালোচনা করে আসছিলেন।
উবারের বিরুদ্ধে এরকম অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের ব্যাবহারের জন্য ক্ষমাও চেয়েছে।
লন্ডনে উবার বন্ধের এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠানটির বিশাল এই নেটওয়ার্কের জন্য বড় আঘাত হয়ে এসেছিলো এবং এর ফলে লন্ডনে এর সাথে যুক্ত ৪০ হাজারেরও বেশি গাড়ি চালক ক্ষতিগ্রস্থ হয়েছিল।
পরবর্তীতে লন্ডনে নিজেদের লাইসেন্স ফিরে পেতে অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠানটি লন্ডনের উচ্চ আদালতে আবেদন করে। এপি ও রয়টার্স