শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে বক্স অফিসে আয় ৭০ কোটি ডলার ছাড়ালো ‘জুরাসিক ওয়ার্ল্ড’

লিহান লিমা: আবারো ফিরে এসেছে জুরাসিক ওয়ার্ল্ডের সেই রহস্যঘেরা উন্মাদনা। বিশ্বজুড়ে বক্স অফিসে আয় ৭০ কোটি ডলার ছাড়ালো জনপ্রিয় এই সায়েন্স ফিকশনটির সিক্যুয়েল। ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ ২০১৫ ব্লক-বাস্টারের এই সিক্যুয়েলটি উত্তর আমেরিকায় উদ্বোধনী সপ্তাহেই কামিয়েছে ১৫ কোটি ডলার।

‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়্যার’, ব্ল্যাক প্যান্থার এবং ডিজনী এন্ড পিক্সারের ‘ইনক্রিডেবল ২’ এর পরেই উদ্বোধনী সপ্তাহের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এটি।

মে মাসে মুক্তি পাওয়ার পরপরই সপ্তাহব্যাপী বিশ্বজুড়ে ৭১১.৫ মিলিয়ন ডলার ঝুলিতে তোলে এটি। বৈশ্বিক আকাঙ্খার কেন্দ্রবিন্দু ‘ফলেন কিংডম’ এর সিক্যুয়েল ছাড়িয়ে গিয়েছে পূর্বের সব ইতিহাস। ১৪ বছর পর ফিরে আসা ২০১৫ সালে ‘জুরাসিক পার্ক’ উদ্বোধনী সপ্তাহে আয় করেছিল ২০৪ মিলিয়ন ডলার। যা সর্বকালের রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল। ওই বছর ‘জুরাসিক পার্ক’ এর ফ্যাঞ্চাইজি ‘কোমকাস্ট) বিশ্বজুড়ে আয় করে ৪.৪ মিলিয়ন ডলারেরও বেশি।

তবে মুক্তির দ্বিতীয় সপ্তাহে রেকর্ড-ভাঙ্গা আয় ঘরে তুলেছিল ‘ইনক্রিডেবল-২’। এর আয় ছিল ৪০.৯ মিলিয়ন মার্কিন ডলার। এই এনিমেশন ছবিটির বিশ্বজুড়ে আয় ছিল ৪৮৫ মিলিয়ন ডলার।

বিশ্বজুড়ে বক্স অফিসের সমীক্ষা নির্ণয় করা ‘কোমসেস্কার’ জানায়, গত বছরের চাইতে এই বছর ঘরোয়া বক্স অফিসের আয় ৮.৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। এছাড়া জুলাইতে মুক্তি পেতে যাওয়া মালভেলেল ‘অ্যান্ট-ম্যান এন্ড দ্য ওসাপ’ এবং প্যারামাউন্ডের ‘মিশন: ইমপসিবল-ফলআউট’ বক্স অফিসে তুলতে পারে নতুন উন্মাদনা। সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়