শিরোনাম
◈ মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে গেছে, রাজধানীর একাংশে মারাত্মক গ্যাস সংকট ◈ আমাকে কাজ শেখাতে আসবেন না, ইংল‌্যান্ড ক্রিকেট বোর্ডকে কোচ ম‌্যাক কালা‌মের হু‌শিয়ারী ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোল্যান্ডকে বিদায় করে টিকে থাকলো কলম্বিয়া

ডেস্ক রিপোর্ট : ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া ঘুরে দাঁড়ালো। বিশ্বকাপের গত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া পোল্যান্ডকে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। রবিবার ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। এই হারে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফেরা পোলিশ টানা তৃতীয়বার গ্রুপ পর্বেই বিদায় নিলো।

জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল কলম্বিয়া। একই ব্যবধানে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাজান অ্যারেনায় রবিবার মুখোমুখি হয়েছিল দুই দল।
ফিটনেস ইস্যুতে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না হামেস রোদ্রিগেস। গতবারের গোল্ডেন বুট জয়ীকে এদিন শুরুতেই রাখলেন হোসে পেকেরম্যান। তার সুফলও কলম্বিয়া কোচ পেলেন হাতেনাতে। প্রথম গোলে দারুণ অবদান রাখলেন রোদ্রিগেস। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশটি শেষ অর্ধে পোলিশদের নিয়ে খেলল।

১২ বছর পর বিশ্বকাপে ফেরা পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিকে এদিন কড়া নজরে রেখেছিলেন কলম্বিয়ান ডিফেন্ডাররা। তাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি পোলিশ অধিনায়ক। উল্টো তার দলকে চেপে ধরে কলম্বিয়া।
যদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪০ মিনিটে কাজানের গ্যালারি হলুদ উচ্ছ্বাসে মেতে ওঠে। কর্নার থেকে রাদামেল ফ্যালকাওয়ের ছোট পাস হুয়ান কুয়াদরাদো দেন বক্সে দাঁড়ানো রোদ্রিগেসকে। বায়ার্ন মিউনিখের তারকা পোলিশ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল তুলে দেন। মাপা ক্রস থেকে চমত্কার হেডে উচেখ শেজনিকে পরাস্ত করেন ইয়েরি মিনা। বার্সেলোনায় যোগ দেওয়া এই সেন্টার ব্যাকের শক্তিশালী হেডে এগিয়ে যায় কলম্বিয়া।

৫২ মিনিটে কুয়াদরাদোর পাসে ১৬ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ফ্যালকাও। কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। অবশেষে ৭০ মিনিটে দারুণ চেষ্টায় বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার অধিনায়ক। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস থেকে পোলিশ রক্ষণ চিড়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়েন ফ্যালকাও। তারপর ডান পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।
আবারও রোদ্রিগেস জাদুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মাঝমাঠে বল পাঠান তিনি কুয়াদরাদোর কাছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার দ্রুত গতির দৌড়ে ঢুকে পড়েন পোল্যান্ডের বক্সে। তারপর জালের ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন কুয়াদরাদো। সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়