শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক যোগাযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছি

উম্মুল ওয়ারা সুইটি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেপালের সঙ্গে সম্পর্ক আরো বাড়ানো হচ্ছে। বিশেষ করে রেল ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ বাড়বে।

রোববার বাংলাদেশে নিযুক্ত নেপালের নতুন রাষ্ট্রদূত চোপ লাল ভুসাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করতে গেলে তিনি এই কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান, নেপালী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী আঞ্চলিক যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেছেন। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল- বিবিআইএন মোটরযান চলাচল চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানান প্রেস সচিব।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ১৯৬৫ সালে ভারতের সঙ্গে বন্ধ হওয়া রুটগুলো খোলা হচ্ছে। আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে রেলপথের ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়েও আলোচনা হয় বলে জানান ইহসানুল করিম। নেপালের রাষ্ট্রদূত জানান, তার দেশের ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সামর্থ্য রয়েছে।

নেপালের ভূমিকম্পের পর বাংলাদেশের সহায়তার কথাও স্মরণ করেন চোপ লাল ভুসাল। মুখ্য সচিব মো. নজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়