ডেস্ক রিপোর্ট : তাদের চার হাত এক হয়েছে বছর ছয় আগে। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের তিন বছরের মাথায় তারকা এই দম্পতির ঘর আলো করে আসে একমাত্র কন্যা আলাইনা হাসান অউব্রি।
২০১৫ সালের ৯ নভেম্বর জন্মগ্রহণ করা সাকিব-কন্যার বয়স দুই বছর সাত মাস। এরই মধ্যে হলিউড কাঁপানোর জন্য প্রস্তুত ছোট্ট অউব্রি। হলিউড কাঁপানোর জন্য মেয়ের প্রস্তুত হয়ে ওঠার ব্যাপারটি জানিয়েছেন শিশির।
২১ জুন, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে এমনটা জানান তিনি।
ছোট্ট ব্যাগ হাতে হলুদ ড্রেস পরা অউব্রির পাঁচটি ছবি পোস্ট করে শিশির লিখেন, ‘আমার ছোট্ট রাজকন্যা হলিউড কাঁপানোর জন্য পুরোপুরি প্রস্তুত।’
ফেসবুক বা ইনস্টাগ্রামে সাকিব-কন্যার দেখা মেলে নিয়মিত। মা শিশির প্রায় প্রতিদিনই তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অউব্রির নানা ছবি পোস্ট করেন। বাবা সাকিবও কম যান না। তিনিও তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মেয়ের দুষ্টুমি, মা-মেয়ে বা বাবা-মেয়ের খুনসুটিসহ অনেক মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেন।
সূত্র ;প্রিয়.কম