শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২১ জুন, ২০১৮, ০৯:৫২ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৮, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় নিজের জব্দ সম্পদের পক্ষে নাজিবের সাফাই

সান্দ্রা নন্দিনী: ওয়ানএমডিবি কেলেংকারিতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতে কোনভাবেই তিনি জড়িত নন বলে দাবি করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এর পাশাপাশি, নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের রাষ্ট্রীয় তহবিলে অর্থের বিষয়েও কিছুই জানেন না বলেও জানান তিনি। তবে, তার নিজের ও ছেলে-মেয়েদের বাসভবনে অভিযান চালিয়ে প্রাপ্ত নগদ অর্থ, অভিজাত হ্যান্ডব্যাগ ও গহনাগাটির বিষয়ে ব্যাখ্যা দেন নাজিব।

মালয়েশিয়ায় গত ৯মে’র নির্বাচনে হারের পর মঙ্গলবার প্রথমবারেরমত ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব বলেন, তার উপদেষ্টাম-লী, ব্যবস্থাপনা কর্মকর্তা ও ওয়ানএমডিবি’র পরিচালনা পর্ষদ তার কাছ থেকে রাষ্ট্রীয় তহবিলসংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করেছিলো। তাই তিনি জানতেন না যে তার ব্যক্তিগত অ্যাকাউন্টের কয়েকশ’ মিলিয়ন মার্কিন ডলার ওয়ানএমডিবি থেকে আসা।

এদিকে, পুলিশের অভিযানে জব্দ কমপক্ষে ৩শ’ বাক্স অভিজাত হ্যান্ডব্যাগ ও একাধিক বিভিন্ন আকৃতির ব্যাগভর্তি নগদ অর্থ ও জুয়েলারি সম্পর্কে নাজিব বলেন, এগুলো বেশিরভাগই তার স্ত্রী ও কন্যার পাওয়া উপহার। এরসাথে কোনভাবেই ওয়ানডিবি’র অর্থের কোনও সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘অবশ্যই ওগুলো উপহার, বিশেষকরে আমার মেয়ে সেগুলো পেয়েছে। সে ওগুলো বিয়েতে উপহার হিসেবে পেয়েছে। আর আমার জামাতা যে কাজাকাস্তানের প্রেসিডেন্টের ভাইপো, আমার স্ত্রীকে অনেকগুলো হ্যান্ডব্যাগ উপহার দিয়েছিলো।’

যদিও, মালয়েশিয়ার তদন্তকারীরা বিশ্বাস করে যে নাজিব ও তার স্ত্রী রোসমাহ মনসুর রাষ্ট্রীয় তহবিলের বিশাল পরিমাণ সম্পদ আত্মসাৎ করেছে। তবে, রয়টার্সের সাংবাদিকদের তার স্ত্রীকে এবিষয়ে কোনও প্রশ্ন করতে দিতে সম্মত হননি নাজিব। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়