ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ধূমপান মানেই বিষপান। এর কোনো সুফল নেই। মেডিক্যাল কলেজের কোনো ছাত্র ধূমপান করলে তাকে বহিষ্কার করা হবে। ধূমপায়ীদের মেডিক্যালে ভর্তি পরীক্ষা দিতে দেওয়া হবে না। আর কোনো চিকিৎসকও
যদি ধূমপান করেন তিনি মেডিক্যালে পড়াতে পারবেন না। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, হৃদরোগে মৃত্যুর ১৭ শতাংশ তামাকজনিত কারণে। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কাজ করে যাচ্ছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার (অব) ডা. আব্দুল মালিক বলেন, হার্ট ফাউন্ডেশন তামাকবিরোধী আন্দোলনে কাজ করছে। সবাই মিলে কাজ করলে বাংলাদেশকে তামাকমুক্ত করা সম্ভব।
অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়। এ বছর ব্যক্তির পুরস্কার (মরণোত্তর) পেয়েছেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ফজলুল হক। প্রতিষ্ঠানের পুরস্কার পায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইনস্টিটিউট এবং জেলা হিসেবে জামালপুর টাস্কফোর্স। সূত্র : আমাদের সময়