শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৩:৪৯ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ মাসের সর্বনিম্ন অবস্থানে শেয়ারবাজারের মূল্যসূচক

ফয়সাল মেহেদী: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক অর্ধশত পয়েন্ট কমেছে। আলোচ্য দিনে দেশের উভয় বাজারের প্রধান মূল্যসূচক প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছ। একই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর এবং লেনদেনের পরিমাণ।

উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৪৩ পয়েন্টে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ডিএসইএক্স ছিল ৫৩২২.৮৭ পায়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৩৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৪ পয়েন্টে।

এদিন দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তীত ছিল ৪৪টির। দিনশেষে লেনদেন হয়েছে ৩৬১ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স ৫৩৯৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ১২৫১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২০০১ পয়েন্টে ছিল। ওইদিন লেনদেন হয়েছিল ৪৬১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ৯৯ কোটি ৪১ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসইএক্স ১২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯৭৬ পয়েন্টে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ডিএসইর ব্রড ইনডেক্স ৯৯৭৬.৩৯৫২ পয়েন্টে অবস্থান করছিল।

দিনভর লেনদেন হওয়া ২০৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তীত রয়েছে ১৪টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২০ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়