শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানে সতর্কতা অবলম্বনের পরামর্শ সংসদীয় কমিটির

আসাদুজ্জামান সম্রাট : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে চলমান মাদকবিরোধী অভিযানের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সরকারের ৫টি বাহিনীর তৈরি করা পৃথক ৫টি গোপন প্রতিবেদনের তিনটিতে যেসব মাদক ব্যবসায়ীর নাম রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সংসদীয় কমিটি মাদক বিরোধী অভিযান পরিচালনায় আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। চলমান এ অভিযানে ইতিমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্ধুক যুদ্ধে ১২৩ জনের মৃত্যু এবং ১০ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার ঘটনা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছে। সংসদীয় কমিটি চলমান অভিযান যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার জন্য আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলেন জাতীয় পার্টির এমপি ফখরুল ইমাম । তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের একটি তালিকা দেখলাম পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই তালিকা অনুযায়ী সরকার অভিযান চালাচ্ছে কী-না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা পত্রিকায় কোনো তালিকা দেইনি। আইন-শৃঙ্খলা ৫টি বাহিনীর করা মাদক ব্যবসায়ীদের তালিকা যাদের নাম কমপক্ষে ৩টিতে আছে যাদের বিরুদ্ধে অভিযান চলছে।

বৈঠকে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী বাঙ্গালীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা হয়। আলোচনাকালে জানানো হয়, মালয়েশিয়ায় গত ৫ মাসে ৬৭ হাজার ৭৫১ টি পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়েছে। গত ২ মাসে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২ হাজার ২৮৬টি এনরোলমেন্ট, ৩ হাজার ৭৯টি পাসপোর্ট প্রাপ্তি এবং ২ হাজার ৭২২ পাসপোর্ট বিতরণ করা হয়েছে।

কমিটির সভাপতি টিপু মুনশি এমপি বৈঠকে সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন এমপি, মো. ফরিদুল হক খান এমপি, আবুল কালাম আজাদ এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ফখরুল ইমাম এমপি, এবং কামরুন নাহার এমপি অংশ নেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সুরক্ষা বিভাগের সচিব, আইজিপি ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়