শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে থাই রাজকন্যার বিন্নাঘাস প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: দেশের প্রথম বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ভেটিভার’ গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শুভ উদ্বেধনী অনুষ্ঠান বুধবার (৩০ মে) সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। থাই রাজকন্যার মহাচক্রী সিরিনধরণ এ প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন।

উদ্বোধনের সময় পাহাড়ক্ষয় রোধে থাই রাজকন্যা নগরের বাটালি হিলের মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাসও রোপণ করেন।
চসিকের উদ্যোগে বাস্তবায়িত বিন্নাঘাস প্রকল্পের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ২ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অতি বৃষ্টির কারণে পাহাড়ক্ষয় রোধে বিন্নাঘাস প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বুয়েটের অধ্যাপক শরীফুল ইসলাম ১০ বছরের বেশি সময় ধরে ভেটিভার নিয়ে গবেষণা করছেন। যার ধারাবাহিকতায় এ ধরনের সেন্টার এদেশে এটিই প্রথম প্রতিষ্ঠিত হলো। বিন্নাঘাসের উদ্ভাবনকারী বুয়েটের অধ্যাপক বিজ্ঞানী ড. শরীফুল ইসলাম।

নগরের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে ভেটিভার (বিন্নাঘাস) সেন্টার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের কাজ করছে মেসার্স জয় ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত : এরআগে থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন এবং সফরকারীদল বুধবার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল ৯টা ১০ মিনিটে চট্টগ্রামে আসেন। দুপুরে থাই রাজকন্যা স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে এবং চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি শেষে একইদিন বিকেল ৫টা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়