শিরোনাম
◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের ◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০১:৫৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে থাই রাজকন্যার বিন্নাঘাস প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: দেশের প্রথম বিন্নাঘাস (ভেটিভার) প্রকল্প বা ভেটিভার’ গ্রাস ডেভেলপমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শুভ উদ্বেধনী অনুষ্ঠান বুধবার (৩০ মে) সকালে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। থাই রাজকন্যার মহাচক্রী সিরিনধরণ এ প্রকল্পের উদ্বোধন করেন।

এসময় বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বাংলাদেশ সরকার ও থাইল্যান্ডের যৌথ উদ্যোগে এ পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ও থাইল্যান্ডের সাইপাতানা ফাউন্ডেশন।

উদ্বোধনের সময় পাহাড়ক্ষয় রোধে থাই রাজকন্যা নগরের বাটালি হিলের মিঠা পাহাড়ের পাদদেশে বিন্নাঘাসও রোপণ করেন।
চসিকের উদ্যোগে বাস্তবায়িত বিন্নাঘাস প্রকল্পের জন্য বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে ২ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান বন ও পরিবেশ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, অতি বৃষ্টির কারণে পাহাড়ক্ষয় রোধে বিন্নাঘাস প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বুয়েটের অধ্যাপক শরীফুল ইসলাম ১০ বছরের বেশি সময় ধরে ভেটিভার নিয়ে গবেষণা করছেন। যার ধারাবাহিকতায় এ ধরনের সেন্টার এদেশে এটিই প্রথম প্রতিষ্ঠিত হলো। বিন্নাঘাসের উদ্ভাবনকারী বুয়েটের অধ্যাপক বিজ্ঞানী ড. শরীফুল ইসলাম।

নগরের বাটালি হিল মিঠা পাহাড়ের পাদদেশে ভেটিভার (বিন্নাঘাস) সেন্টার ও ট্রেনিং সেন্টার প্রকল্পের কাজ করছে মেসার্স জয় ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত : এরআগে থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধরন এবং সফরকারীদল বুধবার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল ৯টা ১০ মিনিটে চট্টগ্রামে আসেন। দুপুরে থাই রাজকন্যা স্থাপত্য শিল্পের প্রাচীন নিদর্শন কোর্ট বিল্ডিং, সিআরবি ও জাদুঘর পরিদর্শনের কথা রয়েছে এবং চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি শেষে একইদিন বিকেল ৫টা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফিরে যাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়