শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ২৮ মে, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের দখলকৃত দ্বীপের কাছে মার্কিন যুদ্ধজাহাজ

তানভীর রিজভী: দক্ষিণ চীন সাগরে অবস্থিত দ্বীপকে চীন নিজেদের বলে দাবি করে থাকে, রবিবার সে দ্বীপের কাছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ অবস্থান করছে বলে  জানিয়েছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

চীন সাগরের পানিতে চীনের স্বাধীনতা খর্ব করতেই আমেরিকা এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেই এই অভিযান চালিয়েছে পেন্টাগন।

মার্কিন নেভি কর্তৃপক্ষ জানায়,  প্যারাসেল আইল্যান্ডের ১২ ন্যটিক্যাল মাইলের মধ্যে পৌঁছে গিয়েছে গাইডেড মিসাইল ডেসট্রয়ার ও গাইডেড মিসাইল ক্রুজার। একাধিক দ্বীপের আশেপাশে ঘোরাফেরা করছে এইসব যুদ্ধজাহাজ। উত্তর কোরিয়া ইস্যুতে চিনের উপর চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের।

এদিকে, সিঙ্গাপুরে পূর্বনির্ধারিত সময়েই উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে শীর্ষ বৈঠক হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকের অপেক্ষায় আছি। তারিখ ও স্থান পরিবর্তন হয়নি। মিস্টার প্রেসিডেন্ট বলেন, অনেক মানুষ ওই বৈঠক নিয়ে কাজ করছেন। সম্মেলনের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে।

এক টুইটে তিনি জানান, বৈঠকটি এখনও ১২ জুনেই হতে পারে এবং প্রয়োজন হলে এরপরও বৈঠক চালানো যেতে পারে। গত সপ্তাহজুড়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার শীর্ষ বৈঠককে কেন্দ্র করে চলা কূটনৈতিক উত্থান-পতনের কারণে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল তা দুই কোরিয়ার শীর্ষ নেতার আকস্মিক বৈঠকে অনেকটাই কেটে গেছে।

সূত্র: সিএনএন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়