শিরোনাম
◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ১০:১২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০১৮, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর ভারত সফরে জনমতে নানা গুঞ্জন : মোশাররফ

শিমুল মাহমুদ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী পূর্বেও ভারত সফরে গিয়েছেন। কতবার ভারতে গেলেন। তিস্তা চুক্তির পানি আলোচ্যসূচিতে পর্যন্ত আনতে পারে নাই। তাহলে বার বার কেন ভারতে যাচ্ছেন, জনগণের মধ্যে নানা গুঞ্জন তৈরী করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, জাতীয় বা আন্তর্জাতিক কোনো সমস্যাই এই সরকারের দ্বারা সমাধান করা সম্ভব নয়। জনগণের সরকারই পারে তিস্তা চুক্তি সম্পন্ন করতে।

শনিবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, আমি আশা করি, এবার তিনি এসে তিস্তার বিষয়ে ইতিবাচক খবর দেবেন। এই সরকার নার্ভাস হয়ে গেছে। তার প্রমাণ- এই হঠাৎ করে মাদক বিরোধী অভিযান শুরু করলো, তাও আবার নির্বাচনের বছরে। তাদের দু’টি উদ্দেশ্য। এই মাদক একমাস কিংবা ছয়মাস আগে আসে নাই। এই সরকার ক্ষমতায় আসার পর তাদের এমপি, মন্ত্রী ও নেতারা যারা মাদকের ব্যবসা করে তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে মাদকের অবস্থা আজ এই পর্যায়ে নিয়ে এসেছে। দেশকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, আমরাও চাই মাদক বন্ধ হোক। কিন্তু এই মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে আজকে যে বিচারবহির্ভূত হত্যাকা- চলছে তা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। যাদের মারা হচ্ছে, তারা যদি সত্যিকারের মাদক ব্যবসায়ী হয় তাহলে তাদের আইনের আওতায় আনা হোক। তাদের জিজ্ঞাসাবাদ করলে গডফাদারদের তথ্য অবশ্যই পাওয়া যাবে।

সরকারের বিভিন্ন সংস্থা মাদক বিরোধী অভিযানের নামে বাণিজ্য করছে এমন অভিযোগ করে তিনি বলেন, এই অভিযানের নামে অনেক বাণিজ্য হচ্ছে। এসব বন্ধ করতে হবে। এই গণবিরোধী, স্বৈরাচার সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে। এই স্বৈরাচারী সরকারের পতন ছাড়া এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়