শিরোনাম
◈ এবার পরনারীর সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন আবু ত্বহা নিজেই! (ভিডিও) ◈ ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর বৈঠক শুরু, রয়েছেন প্রধান উপদেষ্টা ◈ মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাহী বি চৌধুরীর নামে মামলা ◈ চাকসু নির্বাচনে কর্মকর্তার সই ছাড়াই ৪০০ ব্যালট বাক্সে! ◈ আন্তর্জাতিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনা জিত‌লো ৬ গো‌লে  ◈ ইসরা‌য়ে‌লের বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণের বিরুদ্ধে ইতালিতে বি‌ক্ষোভ ◈ শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে ◈ জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐকমত্য কমিশন ◈ চাকসু নির্বাচন: কালি উঠে যাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলো নির্বাচন কমিশন

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০২:৫৯ রাত
আপডেট : ২৬ মে, ২০১৮, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমাহীন মুনাফা বা লাভ করার অধিকার ইসলাম দেয়নি

আল্লামা ফরীদউদ্দীন মাসঊদ : দেশে এমনিতেই জিনিসপত্রের দাম থাকে অনেক বেশি। ভোক্তার ক্ষমতার বাইরে থাকে। ব্যবসায়িরা ততটুকু লাভ করতে পারেন, যতটুকু লাভ হলে তার ব্যবসায় চলবে। কিন্তু সীমাহীন মুনাফা বা লাভ করার অধিকার ইসলাম দেয়নি। বরং ওই সময় খলিফাতুল মুসলিমীনকে হুকুম করা হয়েছে, বাজার নিয়ন্ত্রণ করার জন্য। নির্ধারণ করে দেওয়া হতো যে, এর বেশি পণ্যের মূল্য নেওয়া যাবে না। এটা নির্ধারণ করা হতো মানুষের চাহিদা, ভোক্তার ক্ষমতা, বাজারের অবস্থা বিবেচনায় রেখে। রমজান এলে আমাদের দেশে ভোগ্যপণ্যে বা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার যে রীতি চালু হয়েছে তা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গর্হিত কাজ। নিন্দনীয় কাজ।

মৌলিকভাবে রমজানের প্রস্তুতির উদ্দেশ্য ছিল, কিভাবে মানুষকে বেশি সেবা দেওয়া যায়। আল্লাহ্্র এবাদত কী করে বেশি করা যায়। আমাদের এখানে রমযানে প্রস্তুতির উদ্দেশ্য হয়ে যাচ্ছে, কী করে অন্যের পকেট কাটা যায়। আর ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেওয়া যায়। এই প্রবণতাটাকে রাসূল (স.) অত্যন্ত নিন্দীয় কাজ বলেছেন। বরং তিনি বলেছেন, ‘রমজানে তোমাদের অধীনস্থদের কাজ লাঘব করে দেবে, আখেরাতে তার কাজও আল্লাহ্্ লাঘব করে দেবে।’ তিনি আরও বলেছেন, ‘রমজান সহানুভূতির মাস, ধৈয্যের মাস। তোমরা মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করো।’ দরিদ্ররাও যাতে রমজান, ঈদের আনন্দে শরিক হতে পারে।

রমজানে আল্লাহ্ রাস্তায় দানখয়রাত করলে সত্তর গুণ বেশি সওয়াব হবে। রমজানে নেক কাজ করার সওয়াব যেমন বেশি, মানুষকে কষ্ট দেওয়া অনেক বেশি গুণাহের অধিকারী হতে হয়।

পরিচিতি : ইসলামি চিন্তাবিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়