শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৫:৫১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৫:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসেনসিওকে কিনতে ১৫০ মিলিয়নের প্রস্তাব – রিয়ালের ‘না’

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের সোনার খাচা থেকে মার্কো এসেনসিওকে ছিনিয়ে নিতে চায়। ক্লাব দুটোর সাহসের তারিফ করতেই হয়! অবশ্য এমন অতি সাহস দেখিয়েও কোনো লাভ হয়নি। স্পেনের এই তরুণ বিস্ময়কে কেনার জন্য ক্লাব দুটি যে প্রস্তাব পাঠিয়ে ছিল, তা সবিনয়ে নাকচ করে দিয়েছে রিয়াল। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এসেনসিওকে বিক্রি করা হবে না।

তা পছন্দ না হলে প্রস্তাব ফিরিয়ে দিতেই পারে। কিন্তু বিস্ময় জাগাচ্ছে প্রস্তাবের অঙ্কটা। এই তো ২০১৪ সালেই রিয়াল মায়োর্কা থেকে ২৫ বছর বয়সী এসেনসিওকে রিয়াল কিনেছে মাত্র ৩.৯ মিলিয়ন ইউরো দিয়ে। সেই এসেনসিওকে কিনতে প্রস্তাব পাঠিয়েছিল ১৫০ মিলিয়ন ইউরোর!

মানে হ্যাঁ করলেই রিয়াল গুণতে পারত ১৪৬.১ মিলিয়ন ইউরোর লাভের অঙ্ক। কিন্তু বিশাল অঙ্কের এই লাভের মোহকেও পায়ে ঠেলেছে রিয়াল। প্রস্তাবকারী ক্লাব দুটোকে নাকি মুখের উপর বলে দিয়েছে, এসেনসিও’র পেছনে ঘুরে সময় নষ্ট না করে অন্য দরজায় কড়া নাড়তে!

১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবকে না। শুনতে বিস্ময় ঠেকলেও খবরটিকে ¯্রফে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়ার উপায় নেই। কারণ, স্পেনের কাদেনা সেরকে খবরটি দিয়েছেন এসেনসিও’র এজেন্ট স্বয়ং হোরাসিও গ্যাগিওলি। তাও একটি নয়, এক সঙ্গে দুটি ক্লাব রিয়ালের তরুণ এই প্রতিভাকে কেননার জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিল।

ইউরোপের কোন ক্লাবের এতো সাহস রিয়ালের ভা-ারে হাত ঢোকায়? হোরাসিও অবশ্য ক্লাব দুটির নাম বলেননি। তবে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, প্রস্তাবকারী দুটি ক্লাবই ইংল্যান্ডের। ‘এসেনসিও’র জন্য ১৫০ মিলিয়ন ইউরোর দুদুটি প্রস্তাব পেয়েছিল রিয়াল। কিন্তু রিয়াল দুটি প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে।’-কাদেনা সেরকে স্পষ্ট করেই বলেছেন হোরাসিও। - কাদেনা সেরকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়