শিরোনাম
◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি ◈ লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ: সন্দেহভাজন হামলাকারীর প্রথম চিত্র প্রকাশ ◈ হাসিনার ন্যায়বিচার নিয়ে ‘শঙ্কা’, জাতিসংঘে ২ ব্রিটিশ আইনজীবীর ‘জরুরি আবেদন’ ◈ লালকেল্লা বিস্ফোরণের পর পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে সর্বোচ্চ ভারতের সতর্কতা জারি ◈ বিশ্বকাপের নিয়মে একাধিক বদল আনতে চাইছে ফিফা ◈ সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ ◈ আইপিএল ২০২৬-এর নিলাম হ‌বে আবুধা‌বি‌তে  ◈ আজ পল্টনে জামায়াত-ইসলামী আন্দোলনসহ আট দলের গণসমাবেশ

প্রকাশিত : ২৫ মে, ২০১৮, ০৫:১১ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৮, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা সীমান্তে মারণাস্ত্র ব্যবহার বৈধ : ইসরায়েলি আদালত

আব্দুর রাজ্জাক: গাজা সীমান্তে ইসরায়েলি মারণাস্ত্র ব্যবহারকে বৈধতা দিল দেশটির সর্বোচ্চ আদালত। ইসরায়েল ও ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে আদালত এমন একটি আদেশ দিয়েছে। গাজা সীমান্তে ইসরায়েলি প্রাণঘাতি অস্ত্রের ব্যবহার বহু ফিলিস্তিনির প্রাণ কেড়ে নেয়ার দরুন মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এর অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে আদালতে আবেদন করে।

বৃহস্পতিবার প্রকাশিত আদালতের নথিতে দেখা যায়, তিনজন বিচারপতির সর্বসম্মত রায়ে মানবাধিকার সংস্থাগুলোর আবেদনটি খারিজ করে দেয়া হয়েছে। ৪১পৃষ্ঠার রায়ের নথিতে আইডিএফ’র প্রাণঘাতি অস্ত্র ব্যবহারকে আদালত বৈধতা দিয়েছে। আইডিএফ তাদের অস্ত্রগুলো নিজেদের আত্মরক্ষার জন্যই করছে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি এসথার হায়ুত সীমান্তে ইসরায়েলি অবস্থানকে সমর্থন করে ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিকে হামলা দাবি করা সরকারের বক্তব্য সমর্থন করেছেন। যদিও দখলদার বিরোধী আন্দোলনে ফিলিস্তিনের গাজা অংশে ইসলামি শাসন হামাসের অবস্থানকে
আদালত স্বীকৃতি দেয়নি।

উল্লেখ্য, গত ৩০ মার্চ থেকে গাজা সীমান্তে ফিলিস্তিনিদের দখলদার বিরোধী আন্দোলন ঠেকাতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) তাদের ওপর ভারি অস্ত্র নিয়ে হামলা চালায়। এপর্যন্ত ৬৫জন ফিলিস্তিনি আন্দোলনকারী ইতোমধ্যেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় অন্তত ১০জন শিশু নিহত হওয়াসহ আরো ৬জন সাংবাদিক আহত হয়েছে। ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়