শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২৩ মে, ২০১৮, ০২:৫৩ রাত
আপডেট : ২৩ মে, ২০১৮, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয়

লিহান লিমা: টানা দুই মাস রাজনৈতিক টানাপোড়নের পর ইতালির প্রধানমন্ত্রী পদে মনোনায়ন পাওয়া প্রার্থী হিসেবে নাম উঠে আছে আইনজীবি ও শিক্ষক জিসেপে কন্তে’র। মঙ্গলবার কান্তেকে প্রধানমন্ত্রী পদে প্রেসিডেন্টের মনোনায়নের কথা জানায় ইতালিয় গণমাধ্যম।

এএফপির খবরে বলা হয়, ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির ক্ষমতায় এখন ডানপন্থী, ইইউ-বিদ্বেষী ও অভিবাসন বিরোধী দল ‘ফাইভ স্টার মুভমেন্ট’ জোট। মঙ্গলবার প্রেসিডেন্ট সার্জিও মাত্তেরেলা হাউসের নিন্মকক্ষে ও সিনেটে কান্তের মনোনায়ন নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, ‘তিনি আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।’ ইতালিয় গণমাধ্যম জানায়, ‘বুধবার প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত জানাবেন।’

তবে মনোনায়ন পাওয়ার পর কান্তের প্রাতিষ্ঠানিক, পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। নিজের সিভিতে তিনি লিখেছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমস জানায়, কান্তে নামক কোন অধ্যাপক ও শিক্ষার্থীর রেকর্ড নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের নেই। তিনি আরো বলেন, ২০০১ সালে তিনি কেমব্রিজে পড়াশোনা করেছেন। তবে কেমব্রিজ জানায়, ‘তারা এখনই বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারছে না।’

তবে ফাইভ স্টার মুভমেন্ট কান্তের পক্ষে বিবৃতি দিয়ে দেশি ও বিদেশী গণমাধ্যমের সমালোচনা করে জানায়, ‘তিনি মেধাবী, যোগ্য ও বিদেশে পড়াশোনা করা জ্ঞানী একজন ব্যক্তি। তার সম্পর্কে ভুল তথ্য দেয়া হচ্ছে।’ গার্ডিয়ান, এএফপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়