স্পোর্টস ডেস্ক : পর্তুগালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পেছনে ফেলে রেকর্ড পঞ্চমবারের মতো গোল্ডেন বুট অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টিনা ও বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।
পুরো মৌসুমে ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ ৩৪ গোল করে গোল্ডেন বুট জিতলেন মেসি। এ পুরস্কার পাওয়ার আগে সমান অবস্থানেই ছিলেন মেসি ও রোনাল্ডো। দু’জনই চারবার করে গোল্ডেন বুট জয় করেন। চলতি মৌসুম শেষে রোনাল্ডোকে ছাড়িয়ে গেলেন মেসি। এবারের গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন লিভারপুলের মিসরীয় খেলোয়াড় মোহাম্মদ সালাহ। গত এপ্রিলে মেসির চেয়ে ৮ গোল বেশি ছিলো সালাহর।
কিন্তু স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনার হয়ে শেষ ছয় ম্যাচে আট গোল করে এবারের ইউরোপিয়ান লিগে সবচেয়ে বেশি গোলের মালিক হন মেসি।
ইংলিশ লিগে লিভারপুলের হয়ে ৩২ গোল করেছেন সালাহ। তার চেয়ে দুই গোল বেশি নিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো গোল্ডেন বুট জিতলেন মেসি।
বার্সেলোনার হয়েই পাঁচবার এ কৃতিত্ব অর্জন করলেন মেসি। এর আগে ২০০৯-১০, ২০১০-১১, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমেও এই ট্রফি জিতেছিলেন ৩০ বছর বয়সী মেসি।